মুম্বই: ২০১১ সালে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব বিশ্বসেরা হয়েছিল টিম ইন্ডিয়া। আজকের দিনে ২ এপ্রিলই ইতিহাস গড়েছিল ভারত। আর সেই জয়ের অন্য়তম ২ কারিগর ছিলেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। প্রথমজন তো টুর্নামেন্ট ম্য়ান অফ দ্য সিরিজও হয়েছিলেন। ১৩ বছর পার। এখনও সেই দিনের কথা ভাবলেই রোমাঞ্চ তাড়া করে। বর্ষপূর্তিতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করে সে কথাই জানালেন ২ প্রাক্তন অলরাউন্ডার।


নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ। সেখানে তিনি লিখেছেন, ''২০১১ বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তটা উপভোগ করছি এখনও।'' সেবার গোটা টুর্নামেন্টে ৯ ম্য়াচ খেলে মোট ৩৬২ রান করেছিলেন যুবি ব্যাট হাতে। একটি শতরান ও চারটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১১৩। বল হাতে ১৫ উইকেটও নিয়েছিলেন। সেরা বোলিং ফিগার ৩১/৫।


 






অন্য়দিকে রায়নাও ছিলেন মিডল অর্ডারে সেই টুর্নামেন্টে ভারতের ভরসার অন্যতম মুখ। কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও ৩৯ বলে অপরাজিত ৩৬ রানের জয়সূচক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''এখনও গায়ের রোম খাঁড়া হয়ে যায় সেই মুহূর্তের কথা ভাবলে।''


 






সেবার বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কা বাহিনী ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান বোর্ডে তুলেছিল। শতরান হাঁকিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৪৮, তিলকরত্নে দিলশান ৪৮ ও থিসারা পেরেরা অপরাজিত ২২ রান করেন। জাহির খান ৬০ রানের বিনিময়ে ২ উইকেট নেন। যুবরাজ ৪৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ২ ওপেনার সচিন ও সহবাগের উইকেট হারায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্য়াচে ত্রাতা হয়ে ওঠেন গৌতম গম্ভীর। প্রথমে বিরাট ও পরে ধোনিকে নিয়ে ভারতের বিশ্বজয় নিশ্চিত করেন তিনি। ৯৭ রানে আউট হতে হয় তাঁকে। ধোনি ম্য়াচ জেতানো অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। যুবি ২১ রানে অপরাজিত থাকেন। বিরাট ৩৫ রান করেন। ছক্কা হাঁকিয়ে ভারতকে সেদিন ম্য়াচ জেতান ধোনি।