ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে হঠাৎই বদল। টাইগারদের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। এক বছরের জন্য তাঁকে বাংলাদেশ দলের (Bangladesh Cricket Team) তিন ফর্ম্যাটের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান। 


সম্প্রতি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা বলের সিরিজ়ও তাঁকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তবে বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি দায়িত্ব পাওয়ায় অনেকেই খানিকটা চমকে গিয়েছেন। মনে করা হচ্ছিল যুক্তরাট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে আয়োজিত বিশের বিশ্বকাপে শাকিবই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তবে তাঁকে টি-টোয়েন্টি নয়, বরং ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্বে বহাল রাখতে চেয়েছিল বাংলাদেশ বোর্ড।


শাকিব অবশ্য সম্প্রতি বোর্ডকে নিজের চোখের সমস্যার কথা জানান যার জেরে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ে অংশগ্রহণ করতে পারবেন না। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের পরেই অবশ্য তারকা বাংলাদেশি অলরাউন্ডার ওয়ান ডে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন। টেস্টকেও তিনি যে শীঘ্রই বিদায় জানাতে পারেন, সেই পূর্বাভাসও দিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শাকিব দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। তা অবশ্য আর হচ্ছে না।


শান্তকে নতুন অধিনায়ক ঘোষণা করার পাশাপাশি সিনিয়র পুরুষ দলের প্রধান নির্বাচক হিসাবে গাজি আশরফ হোসেনের নামও বিসিবির তরফে ঘোষণা করা হয়। নির্বাচনমণ্ডলীতে হানান সরকারের নতুন এন্ট্রি হয়েছে। এর জেরে প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক হাবিবুল বাশারের নির্বাচক হিসাবে সময়কালে সমাপ্তি ঘটল।


ধোনির জার্সি নম্বর সাত কেন?


ভারতীয় ক্রিকেটের সাত নম্বর জার্সি ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই সাত নম্বর জার্সি পরেই দীর্ঘদিন ধরে ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেউ নিজের জন্মদিন, কেউ নিজের পছন্দের নম্বর আবার কেউ স্রেফ লাকি মনে করেই নিজেদের জার্সি নম্বর নির্বাচন করেন। ধোনির কী কারণে জার্সি নম্বর হিসাবে সাত বেছে নিয়েছিলেন জানালেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।


ধোনিকে সম্প্রতি এক ইভেন্টে তাঁর জার্সি নম্বর বাছাই করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই দিনেই আমার জন্ম। আমার জন্মও বছরের সপ্তম মাসে। আবার আমার জন্ম সাল ১৯৮১। সেই পরিপ্রেক্ষিতে ৮-১ করলেও সাত হয়। তাই এই নম্বরটি বাছাই করে নিতে আমার খুব একটা ভাবনাচিন্তা করতে হয়নি। আমায় যখন আমার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হয়, তখন তাই এই নম্বরটিকেই আমি বেছে নিই।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: সারেনি চোট! তৃতীয় টেস্টেও নেই রাহুল, সুযোগ পাচ্ছেন কেএলের সতীর্থ?