ঢাকা: বাংলাদেশে (Bangladesh Cricket) রাজনৈতিক পালাবদল হয়েছে। শেষ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস।


এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (Bangladesh Cricket Board) বদলের হাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান পদ থেকে জালাল ইউনুস ইস্তফা দিয়েছেন। শোনা গিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


জালাল যে পদত্যাগ করতে পারেন, সেই জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। সোমবার বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোকে পদত্যাগের খবর নিশ্চিত করেন খোদ জালাল ইউনুস। তিনি জানান, এনএসসির সচিব আমিনুল ইসলাম তাঁকে এনএসসিতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এরপরই ইমেল মারফত জালাল ইউনুস তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে খবর।


অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের খেলাধুলোর ময়দানে বদল চলছে। যদিও কোনও পদাধিকারীকে ইস্তফা দিতে এর আগে সেভাবে দেখা যায়নি। তবে সোমবার আজ সে পথে হাঁটল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন জালাল ইউনুস।


বাংলাদেশের সংবাদমাধ্যমে জালাল ইউনুস বলেছেন, 'ক্রিকেটের স্বার্থে এবং নতুন কারও আসার পথ সুগম করতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কাজ চালিয়ে যাবে।'


বিসিবির খুব গুরুত্বপূর্ণ পদে থেকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন ইউনুস। জালাল তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এ ছাড়া আরেক বিসিবি কর্তা আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে, খবর সূত্রের। তাঁরা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।


নিরাপত্তার কারণে বাংলাদেশের মাটিতে মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। যদি বোর্ড সভাপতি পদত্যাগ করেন এবং বোর্ডে সরকারের হস্তক্ষেপ বেড়ে যায়, তাহলে আইসিসি সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এমনকী, বিসিবির সদস্যপদ নিষিদ্ধ করতে পারে। আপাতত পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।              


আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য