মুম্বই: দলীপ ট্রফি (Duleep Trophy) দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরশুম। ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে টুর্নামেন্ট। প্রথমে ঠিক হয়েছিল, ভারতীয় দলের তারকা ক্রিকেটারেরা সকলেই দলীপ ট্রফি খেলবেন। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি দলীপ ট্রফিতেই সেরে রাখা যাবে বলে মনে করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের অনেকেও।


কিন্তু আদপে দলীপ ট্রফির জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। যা নিয়ে এবার প্রশ্ন তুললেন সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো কিংবদন্তি। 


একটি সংবাদপত্রে নিজের কলামে গাওস্কর লিখেছেন, 'দলীপ ট্রফির জন্য ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখেননি নির্বাচকেরা। তার মানে সেভাবে কোনও ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ওরা।'


যশপ্রীত বুমরাকেও রাখা হয়নি দলীপ ট্রফির দলে। তবে এ নিয়ে কোনও আপত্তি নেই গাওস্করের। পেসার বুমরাকে বিশ্রাম দিয়ে তরতাজা রাখা উচিত, সেই যুক্তিতে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলেই একমত। গাওস্করও সে ব্যাপারে ভিন্নমত পোষণ করেননি। বলেছেন, 'আমি মানছি বুমরার যা পিঠের অবস্থা তাতে ওকে বাঁচিয়ে খেলানোটা জরুরি। তবে ব্যাটাররা ক্রিজে ব্যাটিং করতে পারলে ভাল হতো।'               


 






এ ব্যাপারে গাওস্করের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর অবস্থানগত পার্থক্য স্পষ্ট। কারণ, কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, 'রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে নেই। এতে ওদের চোট পাওয়ার ঝুঁকি থাকবে।' ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছিল, সামনে পর পর ১০টি টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে। সেই কথা মাথায় রেখে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন গাওস্কর।                      


আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য