চট্টগ্রাম: বুধবার, ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে ভারতীয় দল (Bangladesh vs India 1st Test)। চট্টগ্রামে আয়োজিত হবে ম্যাচটি। এই সিরিজের ওপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রয়েছে। ফাইনালে পৌঁছতে এই সিরিজের দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি টিম ইন্ডিয়াকে ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচই জিততে হবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আবহাওয়া (Weather Forecast) কেমন থাকবে? বৃষ্টি কি ভারতীয় দলের অন্তরায় হয়ে দাঁড়াবে?


ম্যাচের আবহাওয়া


আবহাওয়া দফতর কিন্তু ক্রিকেটপ্রেমীদের সুখবরই দিচ্ছে। গোটা টেস্ট ম্যাচের সবকয়টি দিনেই আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা। ম্যাচের পাঁচদিন তাপমাত্রা ক্রিকেট খেলার জন্য বেশ মনোরমই থাকবে। তাপমাত্রা ১৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকার কথা। পাঁচদিনের একদিনও কিন্তু আবহাওয়া দফতরর পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই সমর্থকরা দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।


পন্থে আস্থা


রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল, সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের আগে ফের একবার চর্চায় ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। হালে খুব একটা রান পাননি পন্থ। তবে তা সত্ত্বেও পন্থের ব্যাটিং ধরনে বিন্দুমাত্র বদল ঘটাতে আগ্রহী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) বলেন, 'আমরা ঋষভের সঙ্গে আলাদাভাবে বিশেষ কিছু আলোচনা করছি না। ওর খেলার ধরনটাই তো এমন (আক্রমণাত্মক) এবং সেটা সকলেই জানে। সীমিত ওভারের ক্রিকেট হোক বা লাল বলের ক্রিকেট, ও সবসময় একরকমভাবেই নিজের প্রস্তুতি সারে এবং দলে ওর ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমরা কখনই ওর খেলার ধরন নিয়ে আলোচনা করি না। দল ওর থেকে ঠিক কী চায়, তা ও জানে।'


চোটের কারণে ভারতের দুই তারকা বোলার মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার কেউই এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। তাঁদের অনুপস্থিতিতে উমেশ যাদব (Umesh Yadav) যে খেলবেনই তা নিজের কথার মাধ্যমে কার্যত স্পষ্ট করে দিলেন মামব্রে। 'উমেশ অভিজ্ঞ বোলার। আমরা সকলেই ওর দক্ষতা সম্পর্কে জানি। দুর্ভাগ্যবশত মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা খেলায় ইংল্যান্ডে ও তেমন সুযোগ পায়নি। তবে ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথাবার্তা বলেছে এবং ওর বিষয়ে আমদের কোনও দ্বিমত নেই। ও এই সিরিজে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে এবং তার জন্য ও যথেষ্ট অভিজ্ঞও। সিরাজও টেস্ট ক্রিকেটে যেমন পারফর্ম করছে, তাতে আমি ভীষণ খুশি।' বলেন ভারতের বোলিং কোচ। 


আরও পড়ুন: শাকিবদের আর্জেন্তিনার ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা, কিন্তু কেন?