চট্টগ্রাম: ক্রোয়েশিয়া-আর্জেন্তিনার (Argentina vs Croatia) ম্যাচ দিয়ে চলতি ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে। আর্জেন্তিনা এবং বিশেষত লিওনেল মেসি কেমন পারফর্ম করে, তার দিকে গোটা বিশ্বেরই নজর রয়েছে। দুই বাংলার আর্জেন্তিনাপ্রেম নিয়ে সকলেই অবগত। বাংলাদেশের লা আলবিসেলেস্তের প্রতি ভালবাসা সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে। আর্জেন্তাইন সমর্থকরা সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তবে বাংলাদেশি ক্রিকেটাররা সম্ভবত এই সেমিফাইনাল ম্যাচ দেখতে পারবেন না।


ম্যাচ দেখায় মানা


বাংলাদেশি সময় অনুযায়ী রাত ১টা থেকে আর্জেন্তিনার ম্যাচ শুরু হবে। ভোররাত পর্যন্ত চলবে ম্যাচ। অপরদিকে, কাল সকালেই আবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN 1st Test) খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০টায় শুরু ম্যাচ। এমন পরিস্থিতিতে রাতে ম্যাচ দেখলে দলের তারকারা পর্যাপ্ত বিশ্রাম পাবেন না। তাই বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো (Russell Domingo) সাফ জানিয়ে দিয়েছেন খেলোয়াড়দের আর্জেন্তিনা ম্যাচ দেখা হচ্ছে না। তিনি বলেন, 'আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। রাত ৩টে পর্যন্ত ফুটবল ম্যাচ দেখে সকাল ৯.৩০টায় আবার টেস্ট খেলতে নামা সম্ভব নয়। একদম বোকামি হবে পুরো ব্যাপারটা। কেউ যদি এমন করে, তাহলে আমি খুবই হতাশ হব।' 


সহ-অধিনায়ক পূজারা


রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুলকে নেতৃত্ব দিতে দেখা যাবে আসন্ন সিরিজে। সহ অধিনায়ক হিসেবে যদিও ঋষভ পন্থকে দেখতে পাওয়া যাবে না। সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর বদলে চেতেশ্বর পূজারাকে দেওয়া হয়েছে নেতৃত্বভার।


কেরিয়ারে ৯৬টি টেস্ট ম্য়াচ খেলা পূজারা দলের অভিজ্ঞ ব্যাটার হলেও কোনওদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাননি। অজিঙ্ক রাহানে ২০২০-২১ সালে বর্ডার-গাওস্কর ট্রফিতে অধিনায়ক ছিলেন ভারতীয় দলের। সেই সিরিজে রাহানের ডেপুটি ছিলেন পূজারা। পরে যদিও তাঁর বদলে রোহিতকে ডেপুটি করা হয়। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট চলবে ১৮ তারিখ পর্যন্ত। অন্যদিকে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় চলবে দ্বিতীয় টেস্ট। 


বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। চোট পাওয়া আঙুল নিয়েই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে লড়াকু ইনিংস খেলেন। যদিও ভারত সেই ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত।


আরও পড়ুন: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে একগুচ্ছ রেকর্ড গড়ার হাতছানি মেসির সামনে