মুম্বই: আসন্ন ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম (IPL Auction 2023) আয়োজিত হতে চলেছে বলে আগেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল। এবার নিলামে অংশগ্রহণকরী খেলোয়াড়দের নামও প্রকাশ করে দেওয়া হল। আজ মঙ্গলবার, ১৩ ডিসেম্বরই আইপিএলের তরফে টুর্নামেন্টের নিলামে অংশগ্রহণকারী মোট ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।


আইপিএলের বিবৃতি


লিগের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কোচিতে ২৩ ডিসেম্বর আইপিএলের নিলামে অংশগ্রহণকারী ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হল। ৯৯১জন খেলোয়াড়ের তালিকা থেকে প্রাথমিকভাবে ১০টি দল মোট ৩৬৯জন খেলোয়াড়ের নাম বাছাই করে নিয়েছিল। তবে শেষ তালিকা তৈরি হওয়ার আগে আরও ৩৬ জন খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করার জন্য দলগুলির তরফে অনুরোধ করা হয়। তাই মোট ৪০৫ খেলোয়াড়ের নাম নিলামে উঠতে চলেছে। এই ৪০৫ জনের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। বিদেশিদের মধ্যে চারজন অ্যাসিসোয়েট দেশের খেলোয়াড়। মোট ১১৯ জন ক্যাপড (দেশের হয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা) ও ২৮২ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন।'


নিলামে স্টোকস, ময়ঙ্ক


১০টি দল সবমিলিয়ে সর্বাধিক ৮৭জন খেলোয়াড়কে দলে নিলামে দলে নিতে পারে, যার মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি। কলকাতা নাইট রাইডার্স দলে ১১ খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ রয়েছে। তবে কেকেআরের কাছে সবথেকে কম, মাত্র ৭.২ কোটি টাকা রয়েছে। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের দলে আর মাত্র পাঁচজনকে নেওয়ার সুযোগ রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে সর্বাধিক ৪২.২৫ কোটি টাকা রয়েছে। তাদের দলে এখনও ১৩ জন খেলোয়াড়কে নেওয়ার সুযোগ আছে। খেলোয়াড়দের তালিকায় সবথেকে চমকপ্রদ নামগুলির মধ্যে অন্যতম হলেন ময়ঙ্ক আগরওয়াল, ক্যামেরিন গ্রিন, বেন স্টোকস (Ben Stokes)।


 






ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস গতবারের আইপিএলে অংশগ্রহণ করেননি। তার আগের মরসুমেও মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি। এবার ফের নিলামে নাম লিখিয়েছেন ইংরেজ অলরাউন্ডার। তাঁকে নিয়ে দর কষাকষি হওয়ার সম্ভাবনা প্রবল।


আরও পড়ুন: রঞ্জিতে সচিন পুত্রের অভিষেক, কেমন খেললেন অর্জুন তেন্ডুলকর?