রাওয়ালপিণ্ডি: হত্যা মামলায় নাম জড়িয়েছে শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। দেশে সবচেয়ে বড় ক্রিকেট আইকনের এমন ঘটনায় জড়িয়ে পড়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে শাকিব পাকিস্তানে রয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে খেলছেন। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে খেলতেও নেমেছেন। তাই কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বিসিবি। বোর্ডকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে শাকিবকে দেশে ফেরানোর বিষয়ে। সূত্রের খবর, রাওয়ালপিণ্ডি টেস্টের পরই শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।


বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী মহম্মদ রাফিনুর রহমানের তরফে বিসিবির কাছে শাকিবকে দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও বিসিবির দুর্নীতি বিরোধী আইনে বলা হয়েছে কোনও ক্রিকেটারের কোনও অভিযোগ যদি আদালতে ওঠে, তখন সেই ক্রিকেটারকে বোর্ড সাময়িক অপসারণ করতে পারে। রবিবার ২৫ আগস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট শেষ হবে। এরপরই হয়ত শাকিবকে দেশে ফিরিয়ে আনা হবে। এমনকী পাকিস্তানের বিরুদ্ধে এরপরের দুটো টেস্টের আগেই শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। 


শাকিবের নামে সম্প্রতিই এক খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবাদ গোটা বিশ্বে শিরোনাম কেড়ে নিয়েছিল। শয়ে শয়ে প্রাণহানির কথাও সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে ওপার বাংলায় রিপোর্ট অনুযায়ী ৫ অগাস্ট রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পেশায় পোশাককর্মী রুবেলের মৃত্যুর জন্য রুবেলের বাবা রফিকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজধানী ঢাকার আদাবর পুলিশ স্টেশনে দায়ের করা মামলায় শাকিব আল হাসানের নাম রয়েছে। মামলায় ২৮ নম্বর অভিযুক্ত হিসাবে শাকিবের নাম রাখা হয়েছে। 


সেই অভিযোগের ভিত্তিতের তদন্তের স্বার্থে শাকিবকে দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী শাকিবের বিরদ্ধে মামলা থাকায় এবং পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করায় তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। এই নিয়ম দেখিয়েই তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাশাপাশি যেহেতু তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই অভিযুক্ত হিসাবে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে নোটিসে। আইসিসিকেও এই বিষয়ে অবগত করার জন্য বলা হয়েছে।