মুম্বই: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে (IND vs AUS ODI) সিরিজ খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল। যথাক্রমে মোহালি, ইনদওর এবং রাজকোটে তিনটি ম্যাচ আয়োজিত হবে।


অবশ্য শুধু ওয়ান ডে সিরিজ নয়, অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল। তবে তা বিশ্বকাপ শেষ হওয়ার পর। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে। তারপরই ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৩, ২৬ ও ২৮ নভেম্বর প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে আয়োজিত হবে। ১ ও ৩ ডিসেম্বর নাগপুর ও হায়দরাবাদে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।


 






অস্ট্রেলিয়া সিরিজ মিলিয়ে ভারতীয় দল আসন্ন ঘরোয়া মরশুমে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং আটটি টি-টোয়েন্টি, মোট ১৬টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়েই শুরু হবে ভারতীয় দলের ঘরোয়া মরশুম। মাঝে বিশ্বকাপ। তারপরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিরুদ্ধে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি মোহালি, ইনদওর এবং বেঙ্গালুরুতে তিনটি ম্যাচ খেলা হবে। এরপরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। হায়দরাবাদে ম্যাচ দিয়ে সেই সিরিজের শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম টেস্ট খেলা হবে। ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্ট, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট রাঁচিতে। ৭ মার্চ সর্বশেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে ধরমশালায়। 


প্রসঙ্গত, আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল বিশ্বকাপ আয়োজনকারী মাঠগুলিকে ঘরোয়া মরশুমে ম্যাচ আয়োজনের দায়িত্ব সম্ভবত দেওয়া হবে না। বিসিসিআইয়ের ঘোষণায় তাঁর প্রমাণও মিলল। গুয়াহাটি, মোহালির মতো বিশ্বকাপের ম্যাচ না পাওয়া মাঠগুলি একাধিক ম্যাচের দায়িত্ব পেলেও, ইডেন, ওয়াংখেড়ের মতো মাঠগুলিতে এই ঘরোয়া মরশুমে ভারতীয় দল একটি ম্যাচও খেলবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হরমনপ্রীত, ভারতীয় অধিনায়ককে দুই ম্যাচ নির্বাসিত করল আইসিসি