পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) ভারতীয় দল (Indian Cricket Team) জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে দুরন্ত গতিতে ব্যাটিং করে। ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান তোলে ভারত। গড়ে ফেলে বিশ্বরেকর্ড। এরপরেই ভারতের ব্যাটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের বিখ্যাত 'ব্যাজ়বল' (Bazball) ঘরানার ক্রিকেটের তুলনা টানেন অনেকেই। তবে ঈশান কিষাণ (Ishan Kishan) কিন্তু 'ব্যাজ়বল' নয়, বরং পরিস্থিতি বুঝে খেলাকেই প্রাধান্য দিচ্ছেন।
পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং
ঈশানের স্পষ্ট বক্তব্য অতিআগ্রাসী 'ব্যাজ়বল' টেকনিকে কেবল পাটা উইকেটের খেলা সম্ভব এবং টেস্টে পরিস্থিতি অনুযায়ীই খেলা উচিত। তিনি বলেন, 'প্রতিদিন ব্যাটে নেমেই আগ্রাসী খেলাটা একেবারেই জরুরি নয়। কেমনভাবে খেলব, সেটা তো পরিস্থিতি অনুযায়ী ঠিক করা উচিত। পিচ, পরিস্থিতি কেমন তার উপরও কত দ্রুত গতিতে ব্যাটিং করতে পারব, তা নির্ভর করে।' প্রসঙ্গত, ঈশানকে দ্রুত গতিতে রান করার জন্য দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির আগে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। তিনি কিন্তু হতাশ করেননি।
কঠিন পিচ
৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ঈশানের দাবি প্রয়োজনে ভারতীয় দলের সকলেই দ্রুত গতিতে ব্যাটিং করতে পারেন। কিন্তু ভারতের চ্যালেঞ্জিং পিচে তেমনটা করা একেবারেই মুখের কথা নয়। 'আমরা যেসব জায়গায় খেলি, সেখানে পিচ একেবারেই সহজ নয়। পিচে বাউন্সের পাশাপাশি স্পিনারদের জন্য মদতও থাকে। তাই ওইসব উইকেটের চরিত্রটা আগে বুঝে তারপর ব্যাটিং করতে হয়, আগে থেকে আগ্রাসী ব্যাটিং করব ভেবে নামলে হয় না। যদি তেমন উইকেট পাওয়া যায় যেখানে দ্রুত রান করা সম্ভব এবং দলের প্রয়োজন দ্রুত রান করা, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের সকলেই দ্রুত গতিতে রান করতে সক্ষম। আমরা যত ধরনের ফর্ম্যাটে যতগুলো ম্যাচ খেলি, তাতে সকলেই নিজের নিজের ভূমিকা সম্পর্কে ভালভাবে অবগত। তাই ব্যক্তিগতভাবে আমার মতে প্রতি ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন নেই। পরিস্থিতি অনুযায়ী খেলাটাই উচিত। ' , মত ভারতের তারকা কিপার-ব্যাটারের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: একটিও ম্যাচ পেল না ইডেন, আসন্ন মরশুমে কোন কোন মাঠে খেলবে ভারত? জানাল বিসিসিআই