মুম্বই: আজ আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সুপার এইটের প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। তার আগেই ভারতীয় দলের (Indian Cricket Team) ২০২৪-২৫ ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করে দিল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)।


ভারতীয় দল নিজেদের ঘরোয়া মরশুমের শুরুটা করবে পড়শি বাংলাদেশের বিরুদ্ধে। দুই ম্য়াচের টেস্ট সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া মরশুম। বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে ২৭ সেপ্টেম্বর পরের টেস্ট খেলা হবে। এই টেস্ট সিরিজ়ের পরেই তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে দুই দল। ধর্মশালা, দিল্লি এবং হায়দরাবাদে খেলা হবে তিনটি বিশ ওভারের ম্যাচ। ওপার বাংলার দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচগুলি সকাল ৯.৩০টা এবং বিশ ওভারের ম্যাচগুলি সন্ধে সাতটায় শুরু হবে।


এরপরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের লাল বলের সিরিজ়। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সেই সিরিজ়় শুরু। তারপর পুণে এবং মুম্বইয়ে বাকি দুইটি ম্যাচ আয়োজিত হবে। প্রতিটি টেস্টই বাংলাদেশ সিরিজ়ের মতোই সকাল ৯.৩০টায় শুরু হবে। এরপর নতুন বছরের শুরুতেই ভারতে আগমন ঘটবে ইংল্যান্ডের। জস বাটলাররা ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত, আটটি সাদা বলের ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ রয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ় খেলার কথা আপাতত বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হয়নি। 


 






 


বিসিসিআইয়ের ঘোষণা করা সূচি অনুযায়ী গোটা মরশুমে এই ইংল্যান্ড সিরিজ়েই একটি মাত্র ম্যাচ আয়োজিত হবে ভারতীয় ক্রিকেটের নন্দনকানন হিসাবে পরিচিত কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি ২৫ জানুয়ারি সন্ধে সাতটায় আয়োজিত হবে। বাকি তিন ম্যাচ যথাক্রমে ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে এবং ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে আয়োজিত হবে। প্রতিটি ম্যাটই একই সময়ে খেলা হবে। ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিন ওয়ান ডে ম্যাচ যথাক্রমে নাগপুর, কটক ও আমদাবাদে হবে। ম্যাচ শুরু দুপুর দেড়টায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: সুপার এইটে ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান, দুই দলের মুখোমুখি লড়াইয়ের এগিয়ে কারা?