বার্বাডোজ: আজ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ আফগানিস্তান। টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের সবকয়টি গ্রুপ পর্বের ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলেছিল। তবে সুপার এইটের ম্যাচগুলি হবে ক্যারবিয়ান দ্বীপপুঞ্জে। মাঠ বদলের ফলে ভারতীয় দলের একাদশে কি বদল ঘটবে? আফগানিস্তান (IND vs AFG) ম্যাচের আগে এই প্রশ্নটিই করা হয়েছিল কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)।


ভারতীয় দলের ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে চার জন স্পিনারকে রাখায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। অধিনায়ক রোহিত কিন্তু স্পষ্টতই বলেইছিলেন যে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিশ্বকাপে। তবে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিন ম্যাচে দুই স্পিনারই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছেন, করেছেন মাত্র নয় ওভার। ভেন্যু বদলে কি দলের একাদশেও বদল হবে? বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত? দ্রাবিড় ম্যাচের আগে জানিয়ে দিলেন 'কুলচা' জুটি অর্থাৎ যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব কিন্তু আফগানদের বিরুদ্ধে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন। 


ভারতীয় কোচ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'যে কাউকেই দলের বাইরে রাখাটা চাপেরই। নিউ ইয়র্কের পিচ ফাস্ট বোলিং সহায়ক ছিল। তবে বার্বাডোজে আমাদের ভিন্ন কিছু করার প্রয়োজন হতে পারে। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব কিন্তু এখানে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন। আমাদের দলে প্রচুর অলরাউন্ড পারফর্মার রয়েছে। আমাদের (নিউ ইয়র্কে) দলে আটটি ব্যাটার ছিল এবং তা সত্ত্বেও বোলিংয়ে সাতজন বিকল্পও ছিল।'


দ্রাবিড়ের দাবি টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে বেশি করে স্পিনারদের ব্যবহার করার পরিকল্পনা ছিলই। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়াটা সবথেকে বেশি প্রয়োজনীয়। 'আমার মনে হয় ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। পরিসংখ্যান বা সবকিছু থাকতেই পারে, তবে নির্দিষ্ট দিনে সেই পরিসংখ্যানের থেকে পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিন দশেক আগে কোনও মাঠের পিচের চরিত্র একরকম থাকতে পারে, কিন্তু পরেরদিন ওই পিচ একইরকম হবে, তেমনটা কিন্তু নয়। তাই পরিস্থিতি বুঝে দ্রুত সব বদল করার প্রয়োজন এবং আশা করি আমরা সেটা করতে পারব।' দাবি টিম ইন্ডিয়া কোচের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: তাঁকে নিয়েই হাজারো কুসংস্কার! সেই কেটেলবোরোই রোহিতদের অস্ট্রেলিয়া ম্য়াচের দায়িত্বে