বার্বাডোজ: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট পর্বের দ্বৈরথ। আজ নিজেদের প্রথম সুপার এইটের ম্যাচে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ আফগানিস্তান (IND vs AFG)। দুই দলই এবারের গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতীয় দলের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আফগানিস্তান শেষ ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হয়। তবে দুই দলই বেশ ভাল ছন্দে রয়েছে।


কাদের ম্যাচ?


টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও আফগানিস্তান


কবে খেলা?


ম্যাচটি হবে ১৫ জুন


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় ম্যাচ শুরু, টস হবে ঠিক তার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৭.৩০টায়


কোথায় ম্যাচ?


ম্যাচটি খেলা হবে কেনজ়িংটন ওভাল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা


হেড-টু-হেড


আফগানিস্তান ও ভারত এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট আটটি বিশ ওভারের ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তাছাড়া বাকি সবকয়টি ম্যাচেই জয় পায় টিম ইন্ডিয়া। 


তবে প্রতিপক্ষ হিসাবে আফগানদের কিন্তু বেশ সমীহই করছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কোচ। তিনি বলেন, 'আফগানিস্তানের স্কোয়াড দেখলে হয়তো প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা কমই পাওয়া যাবে। তবে সেটা অন্য ফর্ম্যাটে। আমাদের থেকে ওদের অনেক খেলোয়াড় অনেক বেশি টি-টোয়েন্টি লিগগুলি খেলে। নিজেদের আইপিএল দলেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ওরা। তাই এই ফর্ম্যাটে ওদের কিন্তু হেলাফেলা করা যাবে না। ওরা যোগ্য দল হিসাবেই সুপার এইটে পৌঁছেছে এবং আমরাও ওদের হালকাভাবে একেবারেই নিচ্ছি না। বাকি দলগুলির মতো ওদের বিরুদ্ধে কড়া অনুশীলন এবং পরিকল্পনা নিয়েই মাঠে নামব আমরা।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: সুপার এইটে আফগান কাঁটা উপড়ে ফেলতে পারবে ভারত? চর্চায় কোহলি-কুলদীপ