মুম্বই: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। আজ রবিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজের অভিযান শুরু করবে ভারতীয় দলও। আজকের ম্যাচের পর ভারত বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে। তারপরেই ১৪ অক্টোবর, শনিবার আমদাবাদে ভারত-পাকিস্তানের দ্বৈরথ (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের জন্য স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে।
এমন পরিস্থিতিতেই ১৪ হাজার টিকিট বিক্রি করার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। ৮ অক্টোবর, রবিবারই টিকিট বিক্রি করা হবে। বেলা ১২টা থেকে টিকিট বিক্রি শুরু করা হবে বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘোষণাটি করে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা ভারত-পাক ম্যাচের টিকিট কিনতে পারবেন।
তবে সেই ম্যাচের আগে আজ ভারত ও অস্ট্রেলিয়া, দুই শক্তিধর দেশের মোকাবিলা। এই বিশ্বকাপ কিন্তু ভারতের জন্য অগ্নিপরীক্ষা, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।
তবে ম্যাচের আগে দুই শিবিরেই তারকা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে উদ্বেগ। একদিকে যেখানে ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। তেমনই অজ়িদের তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের ফিটনেস নিয়েও রয়েছে উদ্বেগ। এই তারকারা শেষমেশ মাঠে নামতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টি কি বিঘ্ন ঘটাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে? কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া?