চেন্নাই: আজই চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS) নিজেদের বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করতে চলেছে। দুই শক্তিধর দেশের ২২ গজের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এই ম্যাচের আগেই দুই শিবিরেই চিন্তা বাড়াচ্ছে গুরুত্বপূর্ণ তারকাদের ফিটনেস। শুভমন গিল ডেঙ্গিআক্রান্ত হওয়ায় তাঁর এই ম্যাচে অংশগ্রহণ করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েইছে। অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অ্যাডাম জাম্পারও (Adam Zampa) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ খেলা নিশ্চিত নয়।


অজ়ি তারকা স্পিনারের সঙ্গে দলের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। তিনি সুইমিং পুলের দেওয়ালে ধাক্কা খান। এই ধাক্কার ফলে তাঁর মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়। তবে জাম্পার ফিটনেস নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানান প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, 'ও সাঁতার কাটতে কাটতে পুলের দেওয়ালে ধাক্কা খায়। ও চোখ বুজে সাঁতার কাটছিল এবং সোজা গিয়ে দেওয়ালে ধাক্কা মারে। ওর হালকা কালশিটে রয়েছে, তবে এমনি কোনও সমস্যা নেই।'


তবে শুধু জাম্পা নন, উদ্বেগ তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ফিটনেস নিয়েও। অবশ্য তারকা অলরাউন্ডের ফিটনেস নিয়ে কিন্তু কামিন্স আগেভাগে কিছুই বলতে চাননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন টসের সময় দল ঘোষণা করবেন তিনি। 'আমরা টসের সময় নিজেদের দল ঘোষণা করব। স্টইনিসকে নিয়ে এখনও নিশ্চিত নয় কিছু। স্টোইনিসের ফিট হওয়াটা চাপেরই। দেখা যাক কী হয়।' বলেন কামিন্স।


বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের বড় ভরসা মিচেল মার্শ। টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি বলটাও করেন তিনি। বছর দু'য়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অজ়িদের হয়ে তিনি দুরন্ত পারফর্ম করেন। সেই কথা মনে করিয়ে দেন প্যাট কামিন্স। ভারতের মাটিতে মার্শের দুরন্ত বিশ্বকাপ পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী কামিন্স। তিনি বলেন, 'ও খুবই শক্তিশালী। খুব সহজেই বড় বড় ছক্কা হাঁকাতে পারে, বাউন্ডারি পার করতে পারে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ও কিন্তু দারুণ পারফর্ম করেছিল। ওর বিরুদ্ধে বোলাররা বল করতেও ভয় পায়। সবাই জানে ও বড় বড় শট মারতে ঠিক কতটা। আশা করছি এই বিশ্বকাপেও এমনটা দেখা যাবে। '


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ