নয়াদিল্লি: গত বছর ভারতীয় ক্রিকেট দল ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর রোহিতদের ড্রেসিংরুমে এসে সবাইকে উদ্বুদ্ধ করেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেও বার্তা পৌঁছে দিয়েছিলেন ক্রিকেটারদের উদ্দেশে। আর বৃহস্পতিবার দেশে পা রাখার পরই রোহিতদের সঙ্গে প্রথম সাক্ষাৎও করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে নিজের বাসভবনে রোহিত, বিরাটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও। সেখানেই নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জার্সিও। যার পেছনে লেখান 'নমো 1'।




'আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ এক সাক্ষাৎ', টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতের পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নরেন্দ্র মোদি। বিশ্বজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন চার তারকা। সেই রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল শুক্রবার বিধানসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে দেখা করবেন বলে জানান শিবসেনা নেতা প্রতাপ সার্নিক।


 






সূত্রের খবর, গোটা দিন ঠাসা কর্মসূচির পর ওয়াংখেড়েতে সম্বর্ধনা শেষে ভারতীয় ক্রিকেট দল কোলাবার হোটেলে ফিরবে। বাস প্যারেডের পর ওয়াংখেড়েতেই টিম ইন্ডিয়াকে সম্বর্ধনা দেওয়া হবে। বিনামূল্যেই প্রবেশাধিকারের কথা আগেই ঘোষণা করা হয়েছে এমসিএ-র তরফে। রোহিতদের সম্বর্ধনার সাক্ষী থাকতে ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে সমর্থকদের লম্বা লাইন। 




সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের ভিক্ট্রি ল্যাপের জন্য যে বাস রয়েছে, সেই বাসে উঠে প্যারেড শুরু হতে পারে রান আটটার পর থেকে। হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে BCCI। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রত্যেক প্লেয়ারকে আলাদা করে সংবর্ধিত করা হবে।


উল্লেখ্য, ২০১৩ সালের পর ফের আইসিসি ট্রফি ঘরে তুলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০১১ সালের পর ফের বিশ্বজয় করেছে তারা। ২০১১ সালে শেষবার মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর রোহিত শর্মার নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা।