মুম্বই: গত বছর ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব কে হবেন, তা নিয়ে ছিল জল্পনা। সেই সঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রিসভার সদস্য হওয়ার পর বোর্ডের কোষাধ্যক্ষ পদ ছাড়তে হয়েছিল আশিস সেলারকে। সেই পদেও নতুন কারও আসার কথা। নতুন দুই পদাধিকারীকে বেছে নিতে ১২ জানুয়ারি ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে।
জয় শাহ ও আশিস সেলারের পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ কে হবেন, শনিবারই তা নির্ধারিত হয়ে গেল। দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) ও প্রভতেজ সিংহ ভাটিয়া (Prabhtej Singh Bhatia) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ হতে চলেছেন।
সচিব পদে শুধু দেবজিৎ ও কোষাধ্যক্ষ পদে শুধু প্রভতেজ ছাড়া আর কেউই মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কর্তার দায়িত্ব পাওয়া কার্যত নিশ্চিত।
শনিবার দুই কর্তা মনোনয়ন জমা দেন । বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার ডেডলাইন । আর কোনও কর্তা মনোনয়ন জমা দেননি । রবিবার, ৬ জানুয়ারি মনোনয়ন খতিয়ে দেখা হবে। তারপরই প্রার্থীদের নাম আনুষ্ঠাকিভাবে ঘোষণা করা হবে ।
যদিও দুই কর্তাকে ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে জেনারেল বডির অনুমোদন নিতে হবে । ইলেক্টোরাল অফিসার হিসাবে গোটা নির্বাচন প্রক্রিয়া তদারকি করছেন দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এ কে জ্যোতি ।
দেবজিৎ সাইকিয়া বর্তমানে বোর্ডের যুগ্মসচিব । অন্তর্বর্তীকালীন সচিব হিসাবে তিনি কাজ চালাচ্ছেন । অসম ক্রিকেট সংস্থার প্রতিনিধি সাইকিয়াই হতে চলেছেন জয় শাহর উত্তরসূরি ।
আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক
অন্যদিকে, ভাটিয়া ছত্তীসগঢ় রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি । বিশেষ সাধারণ সভায় তিনি ছত্তীসগঢ় রাজ্য ক্রিকেট সংস্থার মনোনীত প্রতিনিধি হিসাবে থাকবেন । আশিস সেলারের পরিবর্তে কোষাধ্যক্ষ হবেন তিনি । তবে সাইকিয়া সচিব হওয়ার পর যুগ্মসচিব পদটি খালি হবে । সেই পদের জন্য বোর্ড ফের কোনও উপনির্বাচন করে কি না, দেখার অপেক্ষায় সকলে । এ ব্যাপারে বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হতে পারে ।
আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?