সিডনি: মাঠের হাড় হিম করা ছবিটি দেখে শিউরে উঠেছিলেন অনেকে। বিগ ব্যাশ লিগে (Big Bash League) ক্যাচ নিতে গিয়ে সাংঘাতিক সংঘর্ষে জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। মাঠেই পড়ে ছিলেন। পরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই তারকাকে। 


ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft)  ও ড্যানিয়েল স্যামস (Daniel Sams) কেমন আছেন, তা নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা বিশ্ব। অবশেষে জানা গেল দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে আপডেট।


দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন ব্যানক্রফট। তাঁর দুই কাঁধই ভেঙেছে। সঙ্গে ভেঙেছে নাকও। বিগ ব্যাশ লিগের বাকি অংশে তিনি আর মাঠে নামতে পারবেন না। খুব সম্ভবত গোটা ঘরোয়া মরশুমেই আর মাঠে নামতে পারবেন না ব্যানক্রফট।


যাঁর সঙ্গে ব্যানক্রফটের সংঘর্ষ হয়েছিল, সেই ড্যানিয়েল স্যামস কেমন আছেন? স্যামস-কে অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে। ব্যানক্রফটের মতো তাঁরও কনকাশন রয়েছে। দুজনই পারথ হাসপাতালে রাতে ভর্তি ছিলেন। মাঠ থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।


সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, ব্যানক্রফট ও স্যামস - দুজনই মানসিকভাবে তরতাজা আছেন। চ্যানেল সেভেনে তিনি বলেছেন, 'মানসিভাবে দুজনই ভাল রয়েছে। দুজনই মানসিকভাবে খুব দৃঢ়। পারথ স্কর্চার্সের মেডিক্যাল টিম, হাসপাতালের কর্মীরা সারারাত ধরে অবিশ্বাস্য কাজ করেছেন। আমার, থান্ডার কর্তৃপক্ষের ও দুই ক্রিকেটার ও তাঁদের পরিবারের তরফে চিকিৎসা কর্মীদের অনেক ধন্যবাদ।'


 






ঠিক কী হয়েছিল? শুক্রবার বিবিএলে অপ্টাস স্টেডিয়ামে পারথ স্কচার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। লকি ফার্গুসনের ১৬তম ওভারে সেই ভয়াবহ সংঘর্ষ ঘটে। ফার্গুসনের সেই ওভারের দ্বিতীয় বলটা মিড উইকেটের ওপর দিয়ে মারেন পারথ স্কর্চার্সের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার জন্য ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে পূর্ণ গতিতে দৌড়তে থাকেন সিডনির খেলোয়াড় স্যামস। উল্টো দিক থেকে প্রবল গতিতে দৌড়ে আসেন ব্যানক্রফট। স্যামস প্রথমে বলটা ধরে ফেলেন। কিন্তু তারপর ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তাঁর। একে অপরের মাথায় ধাক্কা লাগে। আর তারপর দু'জনেই মাঠে পড়ে যান। কোনওরকম নড়াচড়া করতে দেখা যাচ্ছিল না দু'জনকে। 


আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক