নয়াদিল্লি : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। যা নিয়ে এখন যত চর্চা। আইসিসি-র অন্যতম বড় এই টুর্নামেন্টে ভারতের যোগদান সম্ভাবনা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। ইভেন্টে ভারত যোগ দিলে তাদের পাকিস্তানে যেতে হবে। কিন্তু, তাতে কি সম্মতি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড ? এনিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে রিপোর্ট অনুযায়ী, BCCI নাকি ICC-কে অনুরোধ করেছে, হয় টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক অথবা ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও ভেনুতে হোক। যদিও, এই বিষয়গুলি নিয়ে এখনও বোর্ডের তরফে স্পষ্ট করে কোনও বিবৃতি দেওয়া হয়নি। আবার সম্প্রতি কিছু রিপোর্ট অনুযায়ী, ভারত পাকিস্তানে যাবে না। আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইস্যুটির সংবেদনশীলতার কথা মাথায় রেখে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা এনিয়ে বিবৃতি দিয়েছেন। যাবতীয় জল্পনা উড়িয়ে তিনি বলেছেন, 'আমরা জানি না কারা এই তথ্য দিয়েছেন। এনিয়ে কোনও সরকারি বিবৃতি বিসিসিআই এখনও দেয়নি।' Champions Trophy 2025 to be held in Pakistan
গত বছর এশিয়া কাপের আসর বসেছিল পাকিস্তানে। কিন্তু, ভারত সরকার সেদেশে টিম পাঠানোর অনুমতি না দেওয়ায়, টিম ইন্ডিয়ার সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। ২০০৮ সালে এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল আর পাকিস্তানে খেলেনি। এই দুই দল একে অপরের বিপক্ষে শুধু আইসিসি ও এসিসির ইভেন্টে খেলে।
গত মাসে টি২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ স্টেজে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দেয় রোহিত শর্মা বাহিনী। শুধু তা-ই নয়, বিশ্বকাপও জিতে নেয় ভারত।
তবে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার জায়গায় টুর্নামেন্টে ঢুকে পড়বে শ্রীলঙ্কা। কারণ, গত বছর অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপে নবম স্থানে শেষ করেছিল শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই প্রথম এমন বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে যেটা পাকিস্তান একা আয়োজন করবে। এর আগে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ উদ্যোগে ১৯৯৬ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল তারা। তারও আগে ১৯৮৭ সালে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রিলায়েন্স কাপের আয়োজন করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।