কলকাতা: আইপিএলে (IPL) তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে নজর কেড়েছিলেন। অভিষেক মরশুমেই তাঁর ব্যাট ভরসা দিয়েছিল দলকে। অনেকে তাঁর ব্যাটিংয়ের ধরনের সঙ্গে শুভমন গিলের মিল খুঁজে পেয়েছিলেন।


সেই অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) সাইনা নেহওয়ালকে (Saina Nehwal) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। সমালোচিতও হলেন। পরিস্থিতি বুঝে অবশ্য নিজের পোস্টটি ডিলিট করে দিয়েছেন কেকেআরের হয়ে আইপিএলে খেলা তরুণ। দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, তিনি আসলে মজা করতে চেয়েছিলেন।


ঘটনাটি কী? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সাইনা নেহওয়ালের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যে ভিডিওতে ভারতে অলিম্পিক্স স্পোর্টসের ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তা নিয়ে কথা বলেন এবং জানান যে, ক্রিকেটারদের থেকে তাঁরে শারীরিক সক্ষমতা অনেক বেশি প্রয়োজন হয়। তারই জবাবে একটি আগ্রাসী এক্স করেন কেকেআরের তরুণ। পরে যেটি ডিলিট করে ক্ষমা চেয়ে নিতে হয় অঙ্গকৃষকে।


ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন সাইনা। বলেছিলেন, 'আমি যা করেছি, তা মাঝে মধ্যে স্বপ্নের মতো মনে হয়। আমি ভারতে করেছি যেখানে কোনও ক্রীড়া সংস্কৃতি নেই। মাঝে মধ্যে খুব খারাপ লাগে যখন দেখি ক্রিকেট এত মনোযোগ পায়। আমার ব্যক্তিগত মত হচ্ছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিস এবং অন্যান্য খেলা অনেক বেশি শারীরিক পরিশ্রমসাধ্য। মাঝে মধ্যে শাটল কুড়িয়ে সার্ভ করার সময়ও পাওয়া যায় না। ২০ সেকেন্ড এমন দৌড়তে হয় যে, তারপর হাঁফাতে হয়। আর সেখানে কিনা মাতামাতি হয় ক্রিকেট নিয়ে যেটা মূলত দক্ষতা নির্ভর খেলা।'


 






এর জবাবে অঙ্গকৃষ প্রস্তাব দেন, সাইনার উচিত যশপ্রীত বুমরার ডেলিভারি খেলা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি দেখতে চাই মাথা লক্ষ্য করে বুমরা ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বাউন্সার দিলে উনি কী করেন।' সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরই অঙ্গকৃষ এক্সটি মুছে দিয়ে ক্ষমা চেয়ে নেন। লেখেন, 'আমি সকলের কাছে দুঃখিত। আমি মজা করার জন্য ওটা লিখেছিলাম। পরে মনে হয়েছে এটা অপরিণত মস্করা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'


আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।