নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৫ বছর আগে। কিন্তু এরপর থেকে শুধুমাত্র আইপিএলেই খেলে থাকেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু ক্রিকেট ছাড়ার পর কি রাজনীতিতে নামবেন ধোনি? সেই ইস্যুতেই এবার মুখ খুললেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল। তিনি মনে করেন যে ধোনি একজন সঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। যদিও পুরো বিষয়টি ধোনির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব শুক্ল বলেন, ''আমি মনে করি ধোনি একজন রাজনীতিবিদ হতে পারেন। তিনি রাজনীতিবিদ হবেন কি না, সেটা তার ব্যাপার। সৌরভ, আমার সবসময় মনে হত সে বাংলার রাজনীতিতে আসবে। ধোনি রাজনীতিতেও ভালো হতে পারেন। তিনি সহজেই জিতবেন, তিনি জনপ্রিয়। আমি জানি না তিনি রাজনীতিতে আসবেন কি না, এটা তার হাতে। আমি তাঁকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আমি শুনেছি যে তিনি লোকসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তিনি বলেছিলেন 'না, না, না'," শুক্ল ইউটিউব চ্যানেলে রণবীর আলুহালিয়াকে বলেছিলেন।
এরপরই রাজীব শুক্ল আরও বলেন, ''ধোনির স্বভাবটাই হল সবসময় আড়ালে থাকা। ও কখনওই নিজের সঙ্গে মোবাইল ফোন খুব একটা রাখে না।বিসিসিআই নির্বাচকদেরও ওর কাছে যাওয়া, বা ওর সঙ্গে কথা বলা একটু কঠিন হত। ও প্রচার থেকে সবসময় দূরে থাকতেই ভালবাসে। নিজের কাজটা শুধু মন দিয়ে করে যায়। তবে ও কিন্তু সন্যাসী একবারেই নয়। কিন্তু কাজ করে সেখান থেকে বেরিয়ে যায়।''
আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আইসিসি ইভেন্টের বিজ্ঞাপনেই ধোনিকে দেখা গিয়েছে। নতুন হেয়ারস্টাইলে মাহির নতুন লুক সকলের মনও জয় করেছে। এই বিজ্ঞাপনে ধোনিকে বেশ মজাদার কথাবার্তা বলতেও শোনা যায়।
'ক্যাপ্টেন কুল' বিজ্ঞাপনে দাবি করেন অধিনায়ক হিসাবে মাঠে নামাটা তাঁর জন্য খানিক সহজ ছিল। তবে এখন যখন সমর্থক হিসাবে তিনি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গলা ফাটানোর প্রস্তুতি, তখন তাঁর উত্তেজনা, চাপ যেন সীমা মানছে না। চাপ ও উত্তাপ সামলাতে 'ডিআরএস' যাকে ভালবেসে ধোনিভক্তরা 'ধোনি রিভিউ সিস্টেম' আখ্যা দিয়েছেন, সেই ডিআরএস নেওয়ার সংকেত দিতেও দেখা যায় ধোনিকে। তবে এক্ষেত্রে পার্থক্য বলতে আম্পায়ারের রিভিউয়ের বদলে তাঁর জন্য বরফ আনা হয়। মজাদার এই বিজ্ঞাপন এবং তাতে ধোনির উপস্থিতি, দুইই এটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ফলত সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে স্বাভাবিকভাবেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।