বার্মিংহাম: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত ও ইংল্যান্ড এজবাস্টনে দ্বিতীয় টেস্ট (India England 2nd Test) খেলতে মাঠে নেমে পড়বে। এই টেস্টের আগে যাকে নিয়ে সবথেকে বেশি চর্চা, তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের সেরা ফাস্ট বোলার দ্বিতীয় টেস্টে খেলবেন কি না, সেই নিয়ে চর্চার অন্ত নেই। প্রথম টেস্টে প্রথম ইনিংসে পাঁচ পাঁচটি উইকেট নিয়েছিলেন বুমরা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) খেলা বা না খেলার ওপর ম্যাচের ভাগ্য় অনেকটাই নির্ভরশীল বলে মনে করা হচ্ছে।

তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) সোজাসাপ্টা জানিয়ে দিলেন যে তিনি এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত। বুমরাকে খেলানো বা না খেলানোটা ভারতীয় ম্য়ানেজমেন্টের মাথাব্যথার কারণ, ইংল্যান্ডের নয়। সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন, '(বুমরার বিষয়টা) ভারতের মাথাব্যথার কারণ। আমি ইংল্যান্ডের অধিনায়ক। ভারত কী করবে না করবে, জনসমক্ষে কতটা বলবে, সেটা ওর সিদ্ধান্ত নিক।'

বুমরার ফিটনেস নিয়ে টেস্টের আগে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, 'ও ম্যাচ খেলার জন্য উপলব্ধ বটেই। আমরা শুরু থেকেই জানি যে ও পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলবে। গত ম্যাচের সম্পূর্ণ চাঙ্গা হতে ও মাত্র আটদিন মতোই সময় পেয়েছে। ওয়ার্কলোড এবং পরিস্থিতির কথা ভেবে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতে, এখনও কিছুই ঠিক হয়নি। ও তো অনুশীলন করেছে, তো ম্যাচ খেলার জন্য ফিট না, বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা একেবারে ও ধাঁধাটা সমাধান করার মতো। আমরা ওকে ছাড়াও সমতায় ফিরতে পারি বা ম্যাচ ড্র করতে পারি। ওকে দলের প্রয়োজনও বটে। আমাদের খালি ঠিক করতে হবে আমরা দলের সবথেকে বড় শক্তিশালী দিকটাকে কখন ব্যবহার করতে চাইছি।'  

এই টেস্টের আগে ইংল্যান্ড নিজেদের একাদশে কোনও বদল ঘটায় কি না, সেই দিকেও নজর ছিল। এই টেস্টের আগেই চার বছর পর ইংল্যান্ডের লাল বলের দলে প্রত্যাবর্তন ঘটান জোফ্রা আর্চার। তারকা ফাস্ট বোলার দীর্ঘদিন চোট আঘাতে জর্জরিত থাকার পর অবশেষে ফিটনেস ফিরে পেয়েছেন। তিনি এজবাস্টনে সুযোগ পান কি না, সেই দিকেও নজর ছিল। কয়েক সপ্তাহ আগেই আর্চার কাউন্টি ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। ৩০ বছর বয়সি তারকাকে বেশ ছন্দেও দেখায়। তবে দুর্ভাগ্যবশত তিনি একাদশে জায়গা পেলেন না। হেডিংলেতে ঐতিহাসিক জয়ের একাদশে কোনওরকম বদল ঘটাল না ইংল্যান্ড। ম্যাচের দিন দুই আগেই বেন স্টোকস কিন্তু একাদশ ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন তাঁর দল অপরিবর্তিত থাকছে। 

আর্চার সুযোগ না পাওয়ার বিষয়ে স্টোকস বলেন, 'আর্চার বহুদিন পর আবার আমাদের দলে ফিরেছে। ওর জন্য এই সপ্তাহটা গোটা দলের সঙ্গে থাকাটা জরুরি। ও সিরিজ়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের থেকে ওকে আমি বেশ ভালভাবে চিনি। ও নিঃসন্দেহেই ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চায়। আমি তো এটাই জানি।' এবার দেখার বিষয় ভারতীয় দল এজবাস্টনে একাদশে কোনও বদল ঘটায় কি না।