বার্মিংহাম: পাঁচ ম্য়াচের সিরিজ়ের প্রথম টেস্টে পরাজয়। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সিরিজ়ে পিছিয়েই রয়েছে ভারতীয় দল। বার্মিংহামে কাল থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ম্যাচ। সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে ভারতীয় দলের একাদশ নিয়ে জোর জল্পনা। সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে কেমন দল বাছবে ভারতীয় ম্যানেজমেন্ট? কারা সুযোগ পাবেন, কারা পড়বেন বাদ?
ম্যাচের দিন দু'য়েক আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের একাদশ কেমন হতে পারে বা কী বদল হতে পারে, তার স্পষ্ট পূর্বাভাস দিয়ে গেলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। এজবাস্টনে যশপ্রীত বুমরা খেলবেন কি না, সেই নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই ভারতীয় দলের ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে কে সুযোগ পাবেন, সেই দিকেও সকলের নজর রয়েছে। প্রথম টেস্টে সেই সুযোগটা পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে তিনি তেমন নজর কাড়তে পারেননি। টেন দুশখাতে দ্বিতীয় টেস্টের আগে জানালেন যে নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) একাদশে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'অস্ট্রেলিয়া ও (নীতীশ) দুরন্ত খেলেছিল। (একাদশে) সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের আসলে গত ম্যাচে মনে হয়েছিল দলের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের একজন বোলিং অলরাউন্ডারের দরকার, সেই কারণে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল। ওর বোলিংটা একটু এগিয়ে। তবে আমরা দেখছি এই ধাঁধার সমাধান করে একজন ব্যাটিং অলরাউন্ডারকে খেলানো যায় কি না। নিঃসন্দেহে নীতীশ আমাদের সেরা ব্যাটিং অলরাউন্ডার। এই টেস্ট ম্যাচে ওর খেলার সম্ভাবনা প্রবল।'
বিভিন্ন বিশেষজ্ঞদের তরফে ভারতীয় একাদশে আরেকজন ক্রিকেটারকে খেলানোর কথা বারংবার বলা হচ্ছে। তিনি কুলদীপ যাদব (Tea)। টেন দুশখাতে জানান যে ম্যানেজমেন্টও কুলদীপকে সুযোগ দেওয়ার মুখিয়ে রয়েছে। তবে কুলদীপের খেলাটা মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের ভারসাম্যের ওপরও যে অনেকটা নির্ভরশীল, সেটাও জানান ভারতের সহকারী কোচ।
'আমরা ওকে দলে খেলাতে ভীষণভাবে আগ্রহী। গত ম্যাচে দুই অলরাউন্ডার খেলেছিল, সেখানে আরেকজন স্পিনার থাকলে ভালই হত। আমরা অবশ্য ভবিষ্যতটাও দেখছি। তিন ফাস্ট বোলার যে এই ম্যাচে লাগবেই, সেটা নিশ্চিত। বিষয়টা হল ওই ছয়, সাত, আট নম্বর নিয়ে। কারা কেমন কী খেলছে এবং তাতে কুলদীপকে একাদশে যোগ করা যায় কি না, নাকি ওকে সিরিজ়ে পরের দিকের জন্য বাঁচিয়ে রাখবে সেটা দেখতে হবে। যদি পরিবেশে কোনও বদল না হয়, তাহলে সিরিজ়ে কোনও না কোনও সময় তো বল ঘুরবেই।' বলেন তিনি।