কলকাতা: ১৮ দিন ধরে চলা টুর্নামেন্টের সমাপ্তি। শুক্রবার ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগের জোড়া ফাইনাল। প্রথমে হবে মহিলাদের ফাইনাল। তারপর পুরুষদের ফাইনাল। দুপুর দেড়টায় মহিলাদের ফাইনালে মুখোমুখি মুর্শিদাবাদ কুইন্স ও লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। সন্ধ্যা ৭টায় পুরুষদের ফাইনালে মুখোমুখি সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস।  


টুর্নামেন্টের মুখ করা হয়েছিল জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও প্রবাদপ্রতিম মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। ঝুলন নিয়মিতভাবে মাঠে আসছিলেন। তবে সৌরভ বিদেশে থাকায় বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণের উদ্বোধনে ছিলেন না। টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে নিউ ইয়র্কে ছিলেন সৌরভ। সেখান থেকে ইংল্যান্ডে যান। তবে সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌরভ। মাঠেও আসছেন। শুক্রবার ফাইনাল দেখতে ইডেন গার্ডেন্সে হাজির থাকবেন সৌরভ ও ঝুলন - দুই মহাতারকাই।


টুর্নামেন্টে মহিলাদের ম্যাচগুলি হচ্ছিল সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। আর পুরুষদের ম্যাচগুলি হচ্ছিল ইডেন গার্ডেন্সে। তবে ফাইনাল দুটিই হবে ইডেনে। দুপুরে হবে পুরুষ দলের ফাইনাল। সন্ধ্যায় নৈশালোকে হবে পুরুষদের ফাইনাল।


এদিকে, বৃহস্পতিবার সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে বিশ্বকাপ, আইপিএল ও অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের টিকিট বণ্টন পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিএবি-তে হাজির হয়েছিলেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ। জানা গেল, বৈঠকে টিকিট বণ্টন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। কেন টিকিটের জন্য সিএবি প্রেসিডেন্টের আলাদা কোটা থাকবে, সিএবি কেন টিকিট কিনে ক্লাবগুলিকে বণ্টন করে, সিএবি-র বণ্টন করা টিকিট কীভাবে কালোবাজারি করা হয় - এরকম নানা বিষয়ে প্রশ্ন ওঠে বৈঠকে। এর আগে এই একই প্রশ্ন তুলে অডিটর জেনারেল চিঠি দিয়েছিলেন সিএবিকে। কিন্তু সেই চিঠির উত্তর পাননি। বৃহস্পতিবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে হাজির হয়ে সেই সমস্ত প্রশ্নের জবাবদিহি চান ক্যাগের প্রতিনিধি হিসাবে বৈঠকে হাজির রাজ্যের অডিটর জেনারেল। পাশাপাশি বেঙ্গল প্রো টি-২০ লিগের জন্য আয়োজক সংস্থার থেকে কেন ৩০ শতাংশ টাকা সিএবি পেয়েছে, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এই হিসেবটি কীভাবে ঠিক হলো সেটা জানতে চেয়েছেন অডিটর জেনারেল। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, সংস্থার তরফে পুরো বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। অডিটর জেনারেলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: রোহিত-কোহলি কোনওদিন স্বীকার করবে না... তোপ ভারতের প্রাক্তন তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।