গায়ানা: বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্নপূরণের লক্ষ্যে বদ্ধপরিকর রোহিত শর্মা (Rohit Sharma)। সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ এগোতে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বরকাপের ফাইনালে (T20 World Cup 2024) ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১১ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। ইনিংসের শুরুতেই দলের জয়ের ভিত গড়ে দেন রোহিত। ৩৯ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই ধোনি, কোহলিদের বিশেষ তালিকায় নাম লেখালেন তিনি।
মাত্র পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে 'হিটম্যান' আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে রোহিতের দখলে বর্তমানে ৫০৩৩ রান রয়েছে। ভারতীয় অধিনায়ক হিসাবে মোট ১২,৮৩৩ রান করে তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ধোনির দখলে ১১,২০৭ রান রয়েছে। তিনি তালিকায় দ্বিতীয়। মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় যথাক্রমে ৮০৯৫ ও ৭৬৪৩ রান করে রোহিতের আগে রয়েছেন।
এদিন ব্য়াট হাতে কোহলি মাত্র নয় রানে আউট হন। পন্থও চার রানের বেশি করতে পারেননি। তবে রোহিত এবং সূর্যকুমারের ৭৩ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপেই ভারতীয় শতরানের গণ্ডি পার করে। চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। জবাবে ইংল্যান্ড কোনও সময়ই ভারতীয় দলের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বলে মনে হয়নি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলের হয়ে বল হাতে নজর কাড়েন দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর পটেল। উভয়েই তিনটি করে উইকেট নেন। এই দুইয়ের স্পিন ফাঁদেই ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৬৮ রানে জেতে ভারতীয় দল।
এবার শনিবার খেতাবি লড়াইয়ে বার্বাডোজে টুর্নামেন্টের অপর অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রোহিতের ভারত। খেতাব জয়ের অপেক্ষা অবশেষে সমাপ্ত হয় না কি, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হজ যাত্রায় সানিয়া মির্জাদের সঙ্গী প্রাক্তন বলিউড অভিনেত্রী!