করাচি: ক্ষীণ একটা আশা ছিল। যদি আমেরিকাকে হারিয়ে দেয় আয়ার্ল্যান্ড। যদি কোনও অলৌকিক উপায়ে খুলে যায় সুপার এইটের দরজা। কিন্তু হতাশ হতে হল পাক ক্রিকেটপ্রেমীদের। শুক্রবার ফ্লোরিডায় বৃষ্টি ও ভেজা মাঠের জন্য আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড (USA vs Ireland) ম্যাচ ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। আর সেই সঙ্গে কপাল পুড়ল পাকিস্তানের। (T20 World Cup 2024) সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেলেন বাবর আজ়মরা।


পাকিস্তানেকুরবানির এখনও এক ম্যাচ বাকি। তবে শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারালেও ৪ পয়েন্টে আটকে যাবেন বাবর আজ়মরা। যেখানে আমেরিকা শেষ করল ৫ পয়েন্টে। টি-২০ বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে পৌঁছে গেল আমেরিকা। যারা পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুরুতেই চমক দিয়েছিল।


পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যেতেই সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরন আকমল বলেছেন, বাবর আজ়মরা যে কতটা জঘন্য ক্রিকেট খেলেছেন, তারই প্রতিফলন এই বিদায়ে। শোয়েব আখতার থেকে শুরু করে ওয়াসিম আক্রম, সমালোচনায় বিদ্ধ করেছেন পাক দলকে।


পাকিস্তানের বিদায়ের জ্বালা বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। জাতীয় দলের প্রাক্তন ওপেনার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমেরিকা ও আয়ার্ল্যান্ড ম্যাচ ভেস্তে গেল বলে পাকিস্তানের বিদায় হয়নি। পাকিস্তানের বিদায় হয়েছে ওরা আমেরিকার কাছে হেরে যাওয়ায়।'


তবে সবচেয়ে বেশি সরব পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। তিনি সাফ জানিয়েছেন, এই বিদায়ের দায় সমানভাবে বোর্ড কর্তাদেরও। যদিও ক্রিকেটারদের ঘাড়েই যে দায় চাপানো হবে, সে ব্যাপারে নিশ্চিত তিনি। হাফিজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বলির জন্য জানোয়ার হাজির হয়ে যাও। এবার বলির জন্য লোক খোঁজা হবে।'


 






হতাশা ব্যক্ত করেছেন শোয়েব আখতার। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পাকিস্তানের জন্য বিশ্বকাপ শেষ'। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বন্যা। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'বাবর আজ়ম ও পাকিস্তান দল সুপার এইটের যোগ্যতা অর্জন না করলেও করাচি বিমানবন্দরে যাওয়ার যোগ্যতা পেয়ে গিয়েছে। ঘরে ফেরার পালা।' বাই বাই পাকিস্তান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।