কলকাতা: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে প্রথম হার সোবিস্কো স্ম্যাশার্স মালদার। মুকেশ কুমারের দলকে হারিয়ে দিল শাহবাজ, প্রদীপ্ত প্রামাণিকের রাঢ় টাইগার্স। ম্য়াচে সাত উইকেটে জয় ছিনিয়ে নিল তারা। দুরন্ত অলরাউন্ড পারফরম্য়ান্সই জয়ের অন্যতম কারণ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে মালদা দলটি ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান বোর্ডে তুলে নেয়। সৌরভ সিংহ ৩৪ রান করেন। রাঢ় টাইাগার্সের হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৩১ রান খরচ করে ১ উইকেট নেন। শাহবাজ আহমেদ ১৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন। সুমন দাস ৩৫ রান খরচ করে ২ উইকেট নেন। 


জবাবে ব্য়াট করতে নেমে রাঢ় টাইগার্স ১৫.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৩ উইকেট হারিয়েই। দলের হয়ে অরিন্দম ঘোষ ৪১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে প্রদীপ্ত ব্যাট হাতে ১৫ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন। সুমন্ত গুপ্ত ২৬ বলে ৩৬ রান করেন। 


ছেলেদের প্রথম খেলায় মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে হারিয়ে দিল লাক্স শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স। ৭ উইকেটে জয় পেল তারা। প্রথমে ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারির ৪৫ ও শশাঙ্ক সিংহের ৩৩ রানের সৌজন্যে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান তুলে নেয় হারবার ডায়মন্ডস। জবাবে লাক্স শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স ১৬.৪ ওভারে ম্যাচ জিতে যায়। করণ লাল অপরাজিত ৬২ ও অভিষেক পোড়েল ৩০ রান করেন। 


মেয়েদের খেলায় মালদাকে হারিয়ে দিল মুর্শিদাবাদ। ৪৯ রানে জয় ছিনিয়ে নিল মুর্শিদাবাদ কুইন্স। যাদবপুর ক্যাম্পাসে আয়োজিত খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং নেন সোবিস্কো স্ম্যাশার্স মালদার ক্যাপ্টেন। মুর্শিদাবাদ প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান বোর্ডে তুলে নেয়। রীতিকা ও অদ্রিজা দুজনেই ২৭ রান করেন। মালদার বোলিং বিভাগের হয়ে পিয়ালি ঘোষ ও রিয়া কুমারি মাহাতো দুজনেই ২ টো করে উইকেট নেন।


রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে মালদা শিবির। মাত্র ৭৩ রানই তারা বোর্ডে তুলতে পারে ৮ উইকেট হারিয়ে। সােবিক্সো স্ম্যাশার্স মালদার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন হৃষিতা বসু। মুর্শিদাবাদ কুইন্সের হয়ে ৪ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হন প্রিয়াঙ্কা সরকার। ২ উইকেট নেন সুদীপ্তা পাত্র। 


মেয়েদের অন্য খেলায় শ্রাচী রাঢ় টাইগার্স ৭ উইকেটে হারিয়ে দিল মেদিনীপুর উইজার্ডসকে। মেদিনীপুরের দলটি টস জিতে ম্য়াচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বোর্ডে মাত্র ১০৭ রানই তুলতে পারে তারা। তৃষিতা সরকার ৪৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। জবাবে খুব সহজেই ১০৮ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় রাঢ় টাইগার্স। ৫৭ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন অঙ্কিতা চক্রবর্তী।