নিউ ইয়র্ক: আগামীকাল সুপার এইটে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ আফগানিস্তান (India vs Afganistan)। আপাতদৃষ্টিতে এই ম্য়াচে এগিয়ে থেকেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে ২৪ জুন ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রতিপক্ষ অবশ্যই শক্তিশালী। কিন্তু মার্শের দলের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের চিন্তার অন্য একটি কারণ একটি নাম। তিনি হলেন রিচার্ড কেটেলবোরো। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সুপার এইট পর্বের জন্য সম্প্রতি আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। সেখানেই দেখা যাচ্ছে যে ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই প্রোফাইল ম্যাচে রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough) এবং রিচার্ড ইলিংওয়ার্থকে (Richard Illingworth) ম্যাচটির দায়িত্ব সামলাতে দেখা যাবে। আর এটি জানার পর থেকেই চিন্তার কারণ বেড়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।


আসলে ক্রিকেটীয় কোনও কারণ নয়, পুরোটাই বলা যেতে পারে কুসংস্কারজনিত। আইসিসি ইভেন্টে নক আউট পর্বে যতবার ভারতের ম্য়াচে কেটেলবোরো দায়িত্ব সামলেছেন, ততবারই ভারত ম্য়াচ হেরেছে। যেমন ধরুণ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচ হেরেছিল ভারত, সেই ম্যাচে দায়িত্বে ছিলেন কেটেলবোরো। এছাড়াও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে, ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে সেমিতে নিউজিল্য়ান্ড ও ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া ম্য়াচ। সব ম্য়াচেই হারতে হয়েছে ভারতকে। আর দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ার। এবার আরও একটি নক আউট ম্য়াচ। তাও সামনে মিচেল মার্শের শক্তিশালী অস্ট্রেলিয়া। আর দায়িত্বে সেই কেটেলবোরো। 


এদিকে, আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে দায়িত্ব সামলাবেন অজি আম্পায়ার জুটি রড টাকার ও পল রাইফেল। ম্য়াচ রেফারির দায়িত্ব সামলাবেন ডেভিড বুন। আগামী ২২ জুন ভারত বনাম বাংলাদেশ ম্য়াচে আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে ইংল্যান্ডের মাইকেল গফ ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।


এদিকে সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্র। ম্য়াচে আয়োজক দেশকে ১৮ রানে হারিয়ে দিল এইডেন মারক্রামের দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৯৪ রান তুলে নিয়েছিল প্রোটিয়া শিবির। জবাবে রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন কুইন্টন ডি কক।