কলকাতা: বেঙ্গল উইমেন্স প্রো টি-টোয়েন্টি লিগে ড্রাফট হলেন ১৮৮ জন ক্রিকেটার। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমের ড্রাফট অনুষ্ঠান আয়াজিত হয়ে গেল। মোট আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলা হবে এবারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। দলগুলো হল সোবিস্কো স্ম্য়াশার্স মালদা, অ্য়াডামাস হাওড়া ওয়ারিয়র্স, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, হারবার ডায়মন্ডস , রাঢ় টাইগার্স বর্ধমান বীরভূম, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ ক্যুইন্স ও রেশমি মেদিনীপুর উইজার্ডস। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীরা। 

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ সম্পর্কে কথা বলতে গিয়ে স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলেন, ''সব ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানাচ্ছি। এই লিগ নিঃসন্দেহে বাংলা ক্রিকেটের উন্নতিতে অনেক সাহায্য করবে। খেলার মান আরও বাড়াবে। আমি আশাবাদী যে এবার প্রো টি-টোয়েন্টি লিগ আরও সাফল্য পাবে।''

মহিলাদের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ঝুলন গোস্বামী বলেন, ''আমি সিএবিকে ধন্যবাদ জানাতে চাই মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়ায়। প্রথম মরশুম দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি আশা রাখি এই মরশুমে টুর্নামেন্ট আরও সাফল্য পাবে।'' 

সিএবির তরফে জানানো হয়েছে যে দুবরাজপুরের এমজিআর স্পোর্টস অ্য়াকামেডিতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের খেলাগুলো হবে। বীরভূম এই টুর্নামেন্টের লিগের ম্য়াচগুলো হোস্ট করবে। ইডেনে টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হবে। 

সেলিব্রেশনে ভাংড়া নাচ

একটি বয়সভিত্তিক লিগের খেলার সময় এক ব্যাটারকে রান আউট করার পর ভাংড়া নাচ করছে ফিল্ডিং দলের সব সদস্যই। এমনকী ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ব্যাটারকে রান আউট করার আগেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিল উইকেট কিপার। সেই সময় দলের এক সতীর্থ এসে মনে করানোয় সে দ্রুত বেল ফেলে দেয় বল হাতে। সেই ভাইরাল ভিডিওয় যে ব্যাটারকে দেখা যাচ্ছে তার নাম সমীর সিংহ চৌহান। তিনি রান নিতে গিয়েছিলেন। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে থাকা বৈভব শর্মা লাইন থেকে বেরতে চাননি। শেষ পর্যন্ত দুজন ব্যাটারই নন স্ট্রাইকার এন্ডে চলে আসে। বল ততক্ষণে ফিল্ডারের থেকে চলে গিয়েছে উইকেট কিপারের হাতে। বল হাতে পাওয়ার পরই পা তুলে নাচতে থাকেন উইকেট কিপার। তার সঙ্গে ততক্ষণে ফিল্ডাররাও এসে নাচা শুরু করেন দেয়।