সন্দীপ সরকার, কলকাতা: ম্য়াচের আগে পিচ দেখেই অনেকে চমকে উঠেছিলেন। টি-২০ ম্যাচ। অথচ বাইশ গজে সবুজের আবরণ। দূর থেকে দেখে বোঝা দায়, কোনটা আউটফিল্ড আর কোনটা উইকেট।

প্রত্যাশামতোই ইডেনের সেই পিচে বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম ম্যাচে দাপট দেখালেন ফাস্টবোলাররা। টস জিতে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ কিংসের অধিনায়ক সুদীপ ঘরামি। তাঁর সিদ্ধান্তকে সফল করে তোলেন জোরে বোলাররা। পেসারদের দাপটে ১৯.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে গেল মালদার ইনিংস। মুর্শিদাবাদের বোলারদের মধ্যে সেরা সৈয়দ ইরফান আফতাব। ৩.৩ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। মালদার ব্য়াটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি।

তবে একা ইরফান আফতাবে রক্ষা ছিল না মালদার, তাঁকে সঙ্গত করেন সুখমিৎ সিংহ ও সক্ষম চৌধুরী। সুখমিৎ ২৬ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট সক্ষমের। মুর্শিদাবাদের পেসারদের সামনে যেটুকু যা লড়াই করার, করলেন মালদার অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়। ১৪ বলে ৩০ রান করেন তিনি। ২৫ বলে ২৯ করেন কাইফ আমেদ।

সহজ লক্ষ্য। মুর্শিদাবাদকে দারুণ শুরু দেন দুই ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় ও ঋষভ চৌধুরী। মাত্র ৬.৫ ওভারে ৫০ রান যোগ করেন দুজনে। সেখানেই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। ২৪ বলে ২৮ রান করে অঙ্কিত ফিরলেও ঋষভ ৪৪ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। ২২ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ। বড় ব্যবধানে জয়ের ফলে সুদীপ ঘরামিদের নেট রান রেটও ভাল জায়গায় থাকবে।

ম্যাচের শেষে মালদার অধিনায়ক ঋত্বিক স্বীকার করে নেন, পিচ বুঝতে ভুল হয়েছিল তাঁদের। পাশাপাশি টস যে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটাও মনে করিয়ে দেন তিনি। ঋত্বিক বলেন, 'উইকেটে শুরুর দিকে স্যাঁতস্যাঁতে ভাব ছিল। বল থমকে আসছিল। আমরা পিচ বুঝতেও ভুল করেছি। শুরুতে মনে হয়েছিল, ২০০ রানের উইকেট। পরে বুঝতে পারি, তা নয়। তবে ১১৩ কখনওই এই পিচে ভাল রান নয়।'

বিজয়ী দলের অধিনায়ক সুদীপ বলেন, এই জয় মুর্শিদাবাদের আত্মবিশ্বাস বাড়াবে। গতবার বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দলই। বুধবার উদ্বোধনী সন্ধ্যায় সুনীধি চৌহানের গান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মাইকেল ক্লার্ক, ঝুলন গোস্বামীদের উপস্থিতিতে ইডেনে যেন নক্ষত্র সমাবেশ। তবে ক্রিকেটীয় দ্বৈরথ একপেশেই হল। জিতে অভিযান শুরু করল মুর্শিদাবাদ।