কলকাতা: আইপিএল (IPL 2024) জ্বরে কাবু গোটা দেশ। তারই মাঝে নতুন টি-টোয়েন্টি লিগের জন্য ক্রিকেটারদের ড্রাফটিং সেরে ফেলল সিএবি। সাড়ে চারশো ক্রিকেটারের পুল থেকে ১৭৬ জন ক্রিকেটারকে ড্রাফটিংয়ের মাধ্যমে দলে নিল বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগের আট ফ্র্যাঞ্চাইজি। যে তালিকায় চমক সুদীপ চট্টোপাধ্যায়। যিনি এখন ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। মেদিনীপুর উইজার্ডসের জার্সিতে দেখা যাবে বাঁহাতি ব্যাটারকে। তবে নেই ঋদ্ধিমান সাহার নাম। যিনি অভিমানে বাংলা ছেড়েছিলেন। সুদীপের মতোই।


বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে ক্রিকেটারদের ড্রাফটিং অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যাঁকে এই টুর্নামেন্টের মুখ করা হয়েছে। সৌরভ বলেন, 'টি-টোয়েন্টি লিগ কতটা সফল হতে পারে, আইপিএল তার প্রমাণ। আশা করছি এই লিগ থেকে বাংলার অনেক প্রতিভা উঠে আসবে।'


আট দলের কোনটি কেমন হল? রইল বিস্তারিত


রাঢ় টাইগার্স


শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, সুমন দাস, সৌরভ পাল, সন্দীপন দাস, অরিন্দম ঘোষ, সুমন্ত গুপ্ত, সাত্যকি দত্ত, অর্ক সরকার, বিনীত মৌর্য, প্রিয়ম সরকার, অর্ণব নন্দী, অয়ন গুপ্ত, রবিকান্ত সিংহ, অক্ষয় রামানি, আশুতোষ কুমার (অনূর্ধ্ব ১৯) ও রোহিত প্রধান (অনূর্ধ্ব ১৯)।


স্ট্যান্ড বাই: আদিত্য রায়, আকাশ ঘটক, প্রিয়াংশু পটেল, সুমিত মোহান্ত ও অভিরূপ গুপ্ত।


সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স


আকাশ দীপ, ঋত্বিক রায়চৌধুরী, সূরয সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিংহ, অভিষেক রামন, রাজকুমার পাল, অঙ্কুর পাল, শান্তনু, যুবরাজ দীপক কেশওয়ানি, তুহিন বন্দ্যোপাধ্যায়, মহাদেব দত্ত, রাহুল গুপ্ত, রোহিত কুমার, আদিত্য সিংহ, ঋষভ বিবেক, বিশাল ভাটি (অনূর্ধ্ব ১৯) ও যুধাজিৎ গুহ (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: আয়ূষ রায়, অনিকেত বিশ্বাস, অরিক্ত দাস, সৈকত বন্দ্যোপাধ্যায়, সায়ন কুমার বিশ্বাস ও নিখিল সিংহ


রশ্মি মেদিনীপুর উইজার্ডস


অভিমন্যু ঈশ্বরণ, ঈশান পোড়েল, কৌশিক মাইতি, বিবেক সিংহ, বৈভব যাদব, সুদীপ চট্টোপাধ্যায়, দীপক কুমার, গৌরব সিংহ চৌহান, শ্রেয়ান চক্রবর্তী, অরিন রায়, রাহুল কুণ্ডু, প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব, অনুভব ত্যাগী, সাহিত্য হাজরা, সোনু নারায়ণ নৌভাগ, অর্জুন সিংহ (অনূর্ধ্ব ১৯), অভিপ্রায় বিশ্বাস (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: আয়ূষ ঘোষ, শিবাংশ চৌধুরী, আকাশ বিশ্বাস, আকাশ সরকার ও দীপক কুমার মাহাতো


অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স


অনুষ্টুপ মজুমদারষ শাকির হাবিব গাঁধী, সক্ষম চৌধুরী, অভিষেক দাস, প্রমোদ চাণ্ডিলা, সুজিত কুমার যাদব, কণিষ্ক শেঠ, আমির গনি, দেবপ্রতিম হালদার, সৌম্যদীপ মণ্ডল, শেখ আসিফ হুসেন, সক্ষম শর্মা, রাজু হালদার, পঙ্কজ সাউ, রাহুল প্রসাদ, অঙ্কুশ সুর (অনূর্ধ্ব ১৯), মহীপাল যাদব (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: অগ্নিশ্বর দাস, হরসিমর সিংহ পাথেজা, এজাজ আমেদ মল্লিক, নুরউদ্দিন মণ্ডল ও রাহুল


কলকাতা রয়্যাল টাইগার্স


অভিষেক পোড়েল, কর্ণ লাল, শুভম চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, আকাশ পাণ্ডে, সন্দীপ কুমার তোমর, বিশ্বজিৎ মিশ্র, অভিলীন ঘোষ, অবিনাশ কুমার, ওমপাল বোকেন, রণিত ঘোষ, স্নেহাশিস সাহা, সৌরভ শ্রীবাস্তব, অনীক নন্দী, সঞ্জীব গোস্বামী, ময়ঙ্ক ঝা (অনূর্ধ্ব ১৯) ও শুভঙ্কর দে (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: আয়ূষ সাহাই, সায়ন মুখোপাধ্যায়, অনন্ত সাহা, অভিজিৎ মাল ও অরুণ কুমার চৌরাসিয়া


হারবার ডায়মন্ডস


মনোজ তিওয়ারি, মহম্মদ কাইফ, প্রয়াস রায় বর্মন, শুভঙ্কর বল, আমন সিংহ শেখাওয়াত, অনুরাগ তিওয়ারি, সায়ন শেখর মণ্ডল, শুভম সরকার, পুনিশ মেটা, অভিজিৎ ভগৎ, কৌশিক গিরি, বাদল সিংহ বলীয়ান, দেবব্রত দাস, শশাঙ্ক সিংহ, অরিত্র চট্টোপাধ্যায়, চন্দ্রহাস দাশ (অনূর্ধ্ব ১৯) ও বিবেক সিংহ (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: শুভঙ্কর পুরকায়স্থ, বাল্কেশ যাদব, অভিষেক বসু, প্রীতম চক্রবর্তী ও ফাহিম নাজ


মুর্শিদাবাদ কিংস


সুদীপ কুমার ঘরামি, অগ্নিভ পান, রবি কুমার, তৌফিক উদ্দিন মণ্ডল, আদিত্য পুরোহিত, নীতীন বর্মা, বিকাশ সিংহ, অভিজিৎ সিংহ, কৌশিক ঘোষ, দিলশাদ খান, তন্ময় প্রামাণিক, সুপ্রদীপ দেবনাথ, শুভম দে (সিনিয়র), সমীক কর্মকার, সৈয়দ ইরফান আফতাব, জিৎ ঠাকুর (অনূর্ধ্ব ১৯) ও অঙ্কিত চট্টোপাধ্যায় (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: দেবার্ঘ রক্ষিত, সচিন কুমার যাদব, সুখমিত সিংহ, ঋষভ চৌধুরী ও আকাশ শুক্ল


সোবিস্কো স্ম্যাশার্স মালদা


মুকেশ কুমার, রণজ্যোৎ সিংহ খইরা, গীত পুরী, কাইফ আমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, রমেশ প্রসাদ, সৌরভ কুমার সিংহ, জয়জিৎ বসু, গীতিময় বসু, অয়ন ভট্টাচার্য, আনমোল প্রসাদ, অখিল, ঋতম পোড়েল, প্রভাত মৌর্য, কুমার আদিত্য, গণরঞ্জন কাপাট (অনূর্ধ্ব ১৯) ও ভৈরব দে সরকার (অনূর্ধ্ব ১৯)


স্ট্যান্ড বাই: সিদ্ধার্থ ঘোষ, সম্বিৎ নাগস দুর্গেশ কুমার দুবে, অনুজ কুমার সিংহ ও কর্ণ কুমার পাসওয়ান


আরও পড়ুন: বিতর্ক এড়াতে বাংলার কোচদের চুক্তিপত্রে বদল আনার পথে হাঁটছে সিএবি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।