সন্দীপ সরকার, কলকাতা: মেঘের আড়ালে শেষ বিকেলের সূর্য তখন পাটে বসেছে। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের সামনে মাঠের ওপর তৈরি মঞ্চে রঙিন আলোর রোশনাই। বেশিক্ষণ একভাবে চেয়ে থাকা যায় না। চোখে ঝিলমিল লেগে যায় যেন।
তিনি মঞ্চে উঠলেন। গেয়ে উঠলেন, 'ধুম মচালে...'। মুগ্ধ হয়ে শুনলেন দর্শকেরা। তারপর 'ক্রেজি কিয়া রে' থেকে শুরু করে 'বিড়ি জ্বালাইলে', 'শিলা কী জওয়ানি,' 'বলম স্বামী' - বলিউডে তাঁর কণ্ঠে একের পর সুপারহিট গান। মন্ত্রমুগ্ধের মতো শুনল ইডেন।
তিনি, সুনীধি চৌহান (Sunidhi Chauhan)। বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনের দিন সেরা আকর্ষণ ছিলেন। দেড় ঘণ্টার অনুষ্ঠানে মাঠ মাতালেন সুনীধি। গানে-নাচে তিনিই বুধ সন্ধ্যার শো স্টপার।
অনুষ্ঠানের জন্য সিএবি-র থেকে দেড় কোটি টাকা নিয়েছেন সুনীধি। সন্ধ্যা সাতটা নাগাদ অনুষ্ঠান শেষ হওয়ার পর দর্শকরা একবাক্যে মেনে নিলেন, পয়সা উসুল শো করেছেন গায়িকা।
বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণের বোধনে আয়োজনের খামতি রাখেনি সিএবি। সুনীধি-ম্যাজিক। তার আগে ট্রফি নিয়ে প্রবেশ করলেন বঙ্গ ক্রিকেটের অন্যতম সেরা দুই মুখ - ঋদ্ধিমান সাহা ও ঝুলন গোস্বামী। মঞ্চে উঠলেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার। ইডেন বেল বাজিয়ে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসের প্রথম ম্যাচের সূচনা করলেন লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি, রিচা ঘোষ। সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে-রা।
ধারাভাষ্যকারদের প্যানেলেও বড় চমক। হাজির অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সঞ্চালিকা ম্যাথু হেডেনের কন্যা, সুন্দরী গ্রেস হেডেন। বাংলার এক ঝাঁক প্রাক্তন ক্রিকেটার।
যদিও ছন্দ কাটল ইডেনের ফাঁকা গ্যালারিতে। ক্লাব হাউসের দুই টিয়ার ও কয়েকটি ব্লকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকদের মিলিয়ে মেরেকেটে হাজার পাঁচেক হাজির ছিলেন বুধবার। প্রথমদিন তবু সুনীধির অনুষ্ঠানের আকর্ষণ ছিল। বৃহস্পতিবার থেকে শুধু ক্রিকেটের টানে কজন দর্শক মাঠে আসেন, দেখার।
বুধবার একটিই ম্যাচ। মুখোমুখি গতবারের দুই যুগ্মজয়ী দল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মহিলাদের বিভাগের খেলা। যে ম্যাচগুলি হবে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। পাশাপাশি পুরুষদের বিভাগেও হবে দুটি করে ম্যাচ। বাংলার ক্রিকেটে নতুন তারা তুলে আনার জন্য যে টুর্নামেন্টের আয়োজন। ময়দান প্রার্থনা করছে, অন্তত একটা অভিষেক পোড়েলও যদি খুঁজে পাওয়া যায়...