লন্ডন: টেস্ট হোক, টি-টোয়ন্টি বা ওয়ান ডে, বর্তমান ক্রিকেটবিশ্বে ফিল্ডিংকে কোনওভাবেই অবহেলা করার জায়গা নেই। বিশ্বের সব দলেই প্রায় ফিল্ডিংয়ে দলের উন্নতি করার জন্য আলাদা কোচ রয়েছে। ভারতীয় দলে (Indian Cricket Team) এই দায়িত্বে রয়েছেন টি দিলীপ। অতীতেও তাঁকে ফিল্ডিংকে উপভোগ্য করার জন্য মজাদার না না ড্রিলের মাধ্যমে ভারতীয় দলকে অনুশীলন করাতে দেখা গিয়েছে। ইংল্যান্ডেও (ENG vs IND) সেই ধারা অব্যাহত রয়েছে।
সম্প্রতি ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে টিম ইন্ডিয়ার সকলকে বেশ মজার ছলে ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। কড়া অনুশীলনের মাঝে কিন্তু খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করা, একে অপরকে খোঁচা দেওয়া থেকে নিজেদের বিরত রাখেননি। তবে তারই মাঝে চলতে থাকে অনুশীলনও। পোস্ট করা ভিডিওতে রবীন্দ্র জাডেজাদের উঁচু ক্যাচ ধরতে যেমন দেখা যায়, তেমনই লো ক্যাচ ধরা, নির্দিষ্ট দূরত্ব থেকে স্টাম্প ভাঙার অনুশীলন করতেও দেখা যায়।
ভিডিওতে শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি সাই সুদর্শনকেও লাইন দিয় দাঁড়িয়ে ক্যাচের অনুশীলন করতে দেখা যায়। এর থেকে আন্দাজ করা যায় সুদর্শন সুযোগ পেলে তিনি হয়তো স্লিপে ফিল্ডিং করবেন। গিল তো স্লিপে আগেই ফিল্ডিং করতেন। রোহিত, বিরাটের অনুপস্থিতিতে যে ভারতীয় স্লিপ সেটআপও বদলাচ্ছে। তাই দলের সব খুঁটিনাটি বিষয়ের দিকেই কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নজর রাখছেন।
সেই সিরিজ়ের বহু আগেই ভারত দিন চারেক আগে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। অনুশীলনেও নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। সোমবার ভারতীয় দলের অনুশীলনের ভিডিও পোস্ট করেছিল বিসিসিআই। তবে মাত্র দুই দিনের অনুশীলনের পরেই মঙ্গলবার, ১০ জুন শুভমন গিল, ঋষভ পন্থদের অনুশীলনে দেখা গেল না। এর কারণটা ঠিক কী?
আসলে দুই দিনের কড়া অনুশীলনের পর ভারতীয় দলের তারকাদের টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছিল। সেই কারণেই বুধবার, কোনও ভারতীয় তারকারা অনুশীলন করেননি। তবে বুধবার, ১১ জুন আবার ইংল্যান্ডে সকাল ৯.৩০টার সময়ই ভারতীয় দলের অনুশীলন নির্ধারিত করা হয়েছে।
এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিনের অবসরের পর খেলতে নামবে ভারত, তাও আবার নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে। স্বাভাবিকভাবেই নতুন জমানার শুরুটা কেমনভাবে হবে সেই দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।