সন্দীপ সরকার, কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে এই ম্য়াচ হতে পারত যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) বনাম মহম্মদ শামির (Mohammed Shami) গতির লড়াই। একদিকে বুম বুম বুমরার নিখুঁত ইয়র্কার, অন্যদিকে শামির রিভার্স স্যুইংয়ের বিষ।

Continues below advertisement

শামি আছেন। তবে বুমরা উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। ভারতের টি-২০ দলে যোগ দিতে। শনিবার থেকে ইডেন গার্ডেন্সে বাংলা বনাম গুজরাত ম্যাচে তাই দুই পেস অস্ত্রের দ্বৈরথ হচ্ছে না। কিন্তু ইডেন গার্ডেন্সে আগামী চারদিন যে জোরে বোলারদের হাতেই ম্যাচের ভাগ্য নির্ভর করে রয়েছে, মেনে নিচ্ছে দুই শিবিরই।

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ঘরের মাঠের উইকেট নিয়ে অসন্তোষ ছিল বাংলা শিবিরে। দ্বিতীয় ম্যাচের আগে বদলে গিয়েছে বাইশ গজ!

Continues below advertisement

যে পিচে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ হয়েছিল, তার পাশের বাইশ গজে হবে গুজরাতের বিরুদ্ধে দ্বৈরথ। শনিবার দুপুরে দেখা গেল, পিচে হাল্কা ঘাসের আস্তরণ। প্রথম ম্যাচের পিচে গতি ও বাউন্সের অভাব ছিল বলে অভিযোগ করেছিল বাংলা শিবির। দ্বিতীয় ম্যাচে গতি ও বাউন্স ফিরছে, আশ্বাস কিউরেটর সুজন মুখোপাধ্যায়েরও।

সুজন বললেন, 'ভাল উইকেটে খেলা হবে। পিচ থেকে বোলাররা সাহায্য পাবে। ব্যাটিংয়ের জন্যও ভাল।' আগের পিচের চেয়ে কি মানের দিক থেকে আরও ভাল এই বাইশ গজ? সুজন সংক্ষেপে জবাব দিলেন, 'হ্যাঁ।'

বাংলা শিবির পিচ দেখে খুশি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বলে গেলেন, 'পিচে বাড়তি গতি ও বাউন্স থাকবে বলে মনে হয়েছে। আগের ম্যাচের পিচে গতি ও বাউন্সের অভাব ছিল একটু।' বাংলা আগের ম্যাচের মতোই চার পেসারে নামার পরিকল্পনা করেছে। মহম্মদ শামি ও আকাশ দীপের সঙ্গে থাকবেন ঈশান পোড়েল ও সূরয সিন্ধু জয়সওয়াল। একাদশে একটিই পরিবর্তন হতে পারে। বিশাল ভাটির পরিবর্তে সম্ভবত ফিরছেন শাহবাজ আমেদ। যিনি চোট সারিয়ে উঠে ফিট।

গুজরাত শিবির থেকেও বলা হল, ইডেনের পিচে পেসারদের সুবিধা হতে পারে বলেই মনে হয়েছে। লেগস্পিনার রবি বিষ্ণোই বললেন, 'উইকেট দেখিনি। আমি সাধারণত কখনওই উইকেট দেখি না। তবে সতীর্থদের সঙ্গে কথা হয়েছে। ওরা বলেছে পিচ দেখে ভাল মনে হয়েছে। বাড়তি বাউন্স থাকবে। ভাল একটা ক্রিকেট ম্যাচ হবে।'

বাংলা শিবির এই ম্যাচেও সরাসরি জিততে মরিয়া। অভিমন্যু বললেন, 'ঘরের মাঠে পরপর দুই ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করতে পারলে তার চেয়ে ভাল কিছু হয় নাকি!'