অ্য়াডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। পারথে ক্যাচ আউট হয়েছিলেন। অ্য়াডিলেডে লেগবিফোর হয়ে ফিরতে হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন একেবারই আশানুরুপ হয়নি। এমনকী নিজের ওয়ান ডে কেরিয়ারে পরপর দুটো ইনিংসে খাতা খুলতে পারেননি, এমনটা এর আগে কখনও হয়নি কোহলির কেরিয়ারে। তাহলে কি চাপ বাড়ছে? প্রাক্তন ভারত অধিনায়ককে ফর্মে ফেরার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। 

Continues below advertisement

নিজের ইউটিউব চ্যানেলে এসে পাঠান বলেন, ''বিরাট কোহলি পরপর দুটো ওয়ান ডে-তে শূন্য রানেই প্যাভিলিয়ন ফিরেছে। এমনটা এর আগে কখনও হয়নি। এটা হতে পারে অতিরিক্ত চাপের জন্য হয়ত। যখনই সােশ্যাল মিডিয়ায় বিরাট ও রোহিত এই দুজনকে নিয়ে আলোচনা হবে, তাতে বেশি মাথা ঘামানো উচিৎ না ২ তারকার। কেউই ফর্মে না থাকলে দলে সুযোগ পাবেন না। কিন্তু বিরাট ও রোহিত দীর্ঘদিন ধরেই জাতীয় দলের অঙ্গ। দেশের জার্সিতে দারুণ দারুণ ইনিংস উপহার দিয়েছেন ওঁরা। তাই ওঁদের একটু ধৈর্য্য ধরা উচিৎ। নির্বাচকদেরও ওদের ওপর ভরসা রাখা উচিৎ।''

রিজার্ভ বেঞ্চে যশস্বী জয়সওয়াল রয়েছেন। বিরাট পরপর দুটো ম্য়াচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্য়াচে কি জয়সওয়ালকে সুযোগ দেওয়া হবে? পাঠান বলছেন, ''জয়সওয়াল সাইডলাইনে আছে। এটা ঠিক। কিন্তু বিরাটের জায়গা এখনও তার নেওয়ার যোগ্যতা হয়নি। আর আমার মনে হয় না যে বিরাট এগুলো নিয়ে বেশি ভাববে। ওর ভাবাও উচিৎ নয়। ওয়ান ডে ফর্ম্য়াট বিরাটের সবচেয়ে পছন্দের ফর্ম্য়াট। এই পরিস্থিতিতে ওর সমর্থকদেরও একটু ভরসা রাখার আর্জি জানাব।

Continues below advertisement

গম্ভীরের সঙ্গে দূরত্ব বেড়েছে বিরাটের?

প্রথম ওয়ান ডে ম্য়াচে হার, বিরাটের নিজের ব্য়াটিং ব্যর্থতা, সবকিছুর পর এমনটাই স্বাভাবিক যে সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট ও কোচ গৌতম গম্ভীরের আলোচনা করতে দেখা যাবে। কিন্তু এমনটা একবারও হয়নিএমনকী দ্বিতীয় ওয়ান ডে-র পরও। অ্য়াডিলেডেও শূন্য রানে আউট হয়েছেন কোহলি। রোহিত শর্মা ও কোহলিকে একসঙ্গে আলোচনা করতে। নেটে ব্য়াটিং করতে দেখা গিয়েছে। তরুণ ক্রিকেটারদের টিপস দিতেও দেখা গিয়েছেএমনকী মাঠে শুভমন গিলের সঙ্গেও অনেকবার কথা বলেছেন বিরাট ও রোহিত। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেও অনেক কিছু বলতে দেখা গিয়েছে। এখন এটাই প্রশ্ন উঠছে যে তাহলে কি ফের একবার ২ সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে গম্ভীরের?