বঢোদরা: মরশুম আসে। মরশুম যায়। কোচ পাল্টায়। অধিনায়ক বদলায়। বাংলা ক্রিকেটের দুর্দশার ছবিটা শুধু এক থেকে যায়।


রঞ্জি ট্রফিতে বছরের পর বছর ব্যর্থতা। এবার যদিও এখনও নক আউটের দৌড়ে রয়েছে বাংলা। তবে অঙ্ক বেশ কঠিন। ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ার্টার ফাইনালে বঢোদরার কাছে হেরে দৌড় থেমে গিয়েছিল বাংলার। এবার স্বপ্নভঙ্গ হল ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার কাছে প্রি কোয়ার্টার ফাইনালে ৭২ রানের বিশাল ব্যবধানে পর্যুদস্ত হল বাংলা। ফের একবার নক আউট পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে লক্ষ্মীরতন শুক্লর দলকে।


আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?


বঢোদরার মোতিবাগ ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুরুতেই মহম্মদ শামি-মুকেশ কুমারের আগুনে প্রতিপক্ষকে ঘায়েল করার নকশা ছিল বাংলা ক্রিকেট দলের। তবে হরিয়ানার শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার অর্শ রঙ্গা ও এইচ জে রানা মিলে মাত্র ৫.২ ওভারে ৪৮ রান তুলে দেন।


এরপরই মুকেশ ও শামির প্রত্যাঘাত। ১৯ বলে ২৩ রান করার পর অর্শকে ফেরান মুকেশ। অপর ওপেনার রানাকে ফেরান শামি। তবে মিডল অর্ডারে খেলা ধরে নেন পার্থ বৎস (৭৭ বলে ৬২ রান) ও নিশান্ত সিন্ধু (৬৭ বলে ৬৪ রান)। আইপিএল খ্যাত রাহুল তেওয়াটিয়া ২৫ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ দিকে সুমিত কুমার ৩২ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শামি ৪ উইকেট নিলেও প্রথমে ব্যাট করে ৫০ ওভারে হরিয়ানা তোলে ২৯৮/৯।


জবাবে যুজবেন্দ্র চাহাল হীন হরিয়ানার বোলিংকে শুরুতে চাপে ফেলেছিল বাংলা। ৫৭ রান করেন অভিষেক পোড়েল। অপর ওপেনার, অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ৩৬ রান করেন। তবে দলে ফিরলেও রান পাননি অভিমন্যু ঈশ্বরণ। অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে ছিলেন। খেলার সুযোগ পাননি। ফিরে বাংলার জার্সিতে জঘন্য ফিল্ডিং করলেন। কুৎসিতভাবে ক্যাচ ফেললেন অভিমন্যু। ব্যাটে করলেন ১০ রান। বাংলার অন্যান্য ক্রিকেটারেরাও ক্যাচ ফেললেন। ৪৩.১ ওভারে ২২৬ রানে অল আউট হয়ে যায় বাংলা। পার্থের ৩ উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।


আরও পড়ুন: বাংলা থেকে যোগাসনে প্রতিভার খোঁজে বড় উদ্যোগ হাওড়ার সোনার মেয়ে সুস্মিতার