বেঙ্গালুুরু: জাতীয় দলের হয়ে খেলেছেন, কেকেআর জার্সিতেও দীর্ঘদিন আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। এবার সেই রবিন উথাপ্পার (Robin Uthappa) বিরুদ্ধেই বেঙ্গালুুরু পুলিশকে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হল। EPFO-র তরফে বেঙ্গালুরু পুলিশকে লেখা এক চিঠিতে উথাপ্পার গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হয়েছে।
আঞ্চলিক পিএফ কমিশনার পুরম গোপালা রেড্ডির তরফে বেঙ্গালুরুর পুলিকেশি নগর পুলিশ স্টেশনের কাছে উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য সহায়তা চেয়ে চিঠি লেখা হয়েছে। কিন্তু কী কারণে এই গ্রেফতারি পরোয়ানা? অভিযোগটা ঠিক কী? উথাপ্পা বহুদিন ধরেই এক পোশাক কোম্পানির ডিরেক্টরের পদে রয়েছেন। ইন্দিরানগরে অবস্থিত এই কোম্পানি। অভিযোগ কোম্পানিতে কর্মরত গরীব কর্মচারীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও, সেই টাকা নাকি তাঁদের অ্যাকাউন্টে জমাই পরেনি। প্রভিডেন্ট ফান্ড ও এমপি অ্যাক্ট, ১৯৫২-র অন্তর্গত ৭এ, ১৪বি এবং ৭কিউ ধারায় প্রায় ২৩.৩৬ লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে এই কোম্পানির।
যেহেতু উথাপ্পাই এই কোম্পানির ডিরেক্টর, তাই বকেয়া টাকা তাঁকেই মেটাতে হবে। তিনি সেটা মেটাতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা বলা হয়েছে। এই মর্মেই পুলিশ উথাপ্পার বাড়িতে গিয়ে পৌঁছন। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তখন বাড়িতে ছিলেন না। ২৭ ডিসেম্বরের মধ্যে পুলিশের কাছে তাঁকে পাকড়াও করে হাজির করার জন্যও বলা হয়েছে। সেই সময়ের মধ্যে উথাপ্পার কোম্পানি বকেয়া টাকা দিয়ে দিলে, তিনি সেই গ্রেফতারি এড়াতেও পারেন।
জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন কর্ণাটকের এই প্রাক্তনী। আইপিএলে কেকেআরের হয়ে দীর্ঘদিন খেলেছেন, জিতেছেন খেতাব। এমনকী কেরিয়ারের শেষবেলায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও খেলে খেতাব জেতার কৃতিত্ব রয়েছে তাঁর। জাতীয় দলের জার্সি গায়ে ৫৪টি একদিনের ম্যাচে ১১৮৩ রান করেছেন উথাপ্পা, আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে সাতটি অর্ধশতরান। বর্তমানে বিভিন্ন ব্রডকাস্টারদের হয়ে ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দিতেও দেখা যায় বছর ৩৯-র এই প্রাক্তনীকে। তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটমহল বেশ খানিকটা বিস্মিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: '১০ জনকে নিয়ে মাঠে নামতাম', পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক