পারথ: একদিকে ছিলেন মিচেল মার্শ, ফিন অ্যালেন, ঝাই রিচার্ডসনরা, অপরপক্ষে মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, বাবর আজমরা। মঙ্গলবার, ২০ জানুয়ারি পারথের স্টেডিয়ামে এক টানটান লড়াই হওয়ার কথা ছিল। তবে সেই সময় মাঠে খেলোয়াড়রা একে অপরকে টেক্কা দেওয়ার সময়ই মাঠের বাইরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। পারথের নতুন স্টেডিয়ামের বাইরে লেগে যায় আগুন।

Continues below advertisement

বিগ ব্যাশ লিগের (Big Bash League) প্রথম প্লে-অফ ম্য়াচে আজই পারথ স্করর্চার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্সরা। এই ম্যাচের জয়ী দল সরাসরি এ মরশুমের বিগ ব্যাশ ফাইনালে চলে যেত। তাই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। মাঠে প্রচুর দর্শকও ভিড় জমিয়েছিলেন। তবে স্করর্চার্সের ব্যাটিং ইনিংসের সময়ই আগুন লাগার ঘটনাটি ঘটে। ১৬তম ওভারে হঠাৎই মাঠের বাইরের দিক থেকে ঘন কালো ধোঁয়া মাঠে ঢুকতে শুরু করে। এই আগুন দেখে খানিকটা ভীত হয়ে পড়েন সমর্থকরা। উদ্বেগ দেখা দেয় তাঁদের মধ্যে। 

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, বিবিএলের তরফেও ভিডিও পোস্ট করা হয়। তবে দ্রুতই সেই আগুন অ্যারেস্ট করা হয় এবং বড় কিছু ঘটার আগেই তা নিয়ন্ত্রণে আসে। রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডের পিছনে এক জায়গায় আগুন লাগে এবং সেখান থেকেই কালো ধোঁয়া উঠতে শুরু করেছিল। াবি করা হয় বর্জ্য পদার্থ জ্বালানোর সময় বা কাঁচের কোনও বস্তু থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হন।

Continues below advertisement

 

গোটা ঘটনায় অবশ্য ম্যাচ কিন্তু থামেনি। ২২ গজে দুই দলের লড়াই কোনও বাধা বিঘ্ন ছাড়াই চলতে থাকে। এক লো স্কোরিং ম্যাচে তারকাখচিত সিক্সার্স দলকে ৪৮ রানে পরাজিত করে মিচেল মার্শদের পারথের ফ্র্যাঞ্চাইজি। এদিন মার্শ অল্প রানে সাজঘরে ফিরলেও, তাঁর ওপেনিং পার্টনার তথা কেকেআরের নবতম সংযোজন ফিন অ্যালেন ৪৯ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করেই স্করর্চার্সরা নয় উইকেটে ১৪৭ রান তোলে। স্টার্ক ৩২ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

জবাবে সিক্সার্স শতরানের গণ্ডিও পার করতে পারেনি। ৯৯ রানেই অল আউট হয়ে যায় সিডনির ফ্র্যাঞ্চাইজ়ি। দুরন্ত ছন্দে থাকা স্টিভ স্মিথ এদিনও ভাল ছন্দে ব্যাট করছিলেন। সিক্সার্সের হয়ে তিনিই সর্বাধিক ৩৭ রানের ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। বাবর আজম তো খাতাই খুলতে পারেননি। ফলত ৯৯ রানেই গুটিয়ে যায় সিক্সার্সের ইনিংস।