মুম্বই: দীর্ঘদিন ধরেই ভারতীয় বোর্ডের নতুন বছরের বার্ষিক চুক্তি (BCCI Central Contracts) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত চুক্তি ঘোষণা করা হয়নি। অবশ্য শোনা যাচ্ছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ভারতীয় পুরুষ দলের চুক্তির ক্ষেত্রে গ্রেডিংয়ে বদলের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি খবর অনুযায়ী দুই মহাতারকা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) বার্ষিক চুক্তিতে অবনমন হতে পারেও বলে বিরাট দাবি করা হচ্ছে।  

Continues below advertisement

খবর অনুযায়ী, বার্ষিক চুক্তির ক্ষেত্রে বোর্ড যে পরিবর্তন আনতে পারে, তার জেরে তিনটি মাত্র গ্রেড, 'এ', 'বি' এবং 'সি'-ই থাকবে। অতীতের সর্বোচ্চ গ্রেড 'এ+' আর থাকবে না। এই নতুন মডেল আসার পর রো-কো জুটির অবনমন হতে পারে। অতীতে এই দুই মহাতারকা ভারতীয় বোর্ডের চুক্তির সর্বোচ্চ গ্রেডে ছিলেন, তবে বর্তমানে তাঁরা মাত্র এক ফর্ম্যাটই খেলেন, তাই তাঁদের খবর অনুযায়ী 'বি' গ্রেডে অবনমিত করা হতে পারে। বিসিসিআইয়ের সূত্র মারফৎ এমনই দাবি করা হচ্ছে।

২০২৪-২৫ সালের চুক্তি অনুযায়ী 'এ+' গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক চুক্তি থেকে সাত কোটি এবং তারপর যথাক্রমে পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে পেতেন। 'এ+' গ্রেড সরিয়ে, তিন গ্রেড রাখার এই নতুন মডেলের এখনও পর্যন্ত কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের বোর্ড কর্তারা সেই প্রস্তাবে সম্মতি দেন কি না এবং তাহলে সেক্ষেত্রে কোন গ্রেডের ক্রিকেটাররা কীরকম টাকা পয়সা পাবেন, সেই বিষয়টা বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকের পরেই স্পষ্টভাবে জানা যাবে।

Continues below advertisement

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানান, 'নতুন মডেলের প্রস্তাবে যদি বোর্ড কর্তারা সম্মতি দেন, তাহলে খেলোয়াড়রা বর্তমানে যে কয়টি ফর্ম্যাটে খেলছেন, না খেলছেন, সেই অনুযায়ী তাঁদের বিচার করা হবে। তাঁদের অতীতের রেকর্ড বা মর্যাদা এক্ষেত্রে বিচারের আওতায় আসবে না। এখনও পর্যন্ত কিছুই পাকাপাকি হয়নি। তবে স্পষ্টভাবেই খেলোয়াড়দের চুক্তি তাঁদের ওয়ার্কলোড, কতগুলি ফর্ম্যাটে তাঁরা খেলছেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই তৈরি করার প্রতি আগ্রহ রয়েছে।'

প্রসঙ্গত উল্লেখ্য, এই বার্ষিক চুক্তি কিন্তু খেলোয়াড়দের আয় নিশ্চিত করারই একটি প্রক্রিয়া। চুক্তিতে না থাকলেও তাঁরা দলের হয়ে সুযোগ পেতেই পারেন এবং প্রতিটি ম্যাচ খেলার জন্য তাঁরা ম্যাচ ফি পান যা এই চুক্তির অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন।