নয়াদিল্লি: অতীতে কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটারকেই বিদেশি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যেত না। তবে সময় বদলেছে। দীনেশ কার্তিকদের মতো অনেক ক্রিকেটারই বর্তমানে অবসরের পর বিদেশি লিগে খেলছেন। সেই তালিকায় যুক্ত হতে পারে আরও এক নাম। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (Big Bash League) খেলতে আগ্রহী বিরাট কোহলির প্রাক্তন বিশ্বজয়ী সতীর্থ।
কে তিনি? তিনি সিদ্ধার্থ কৌল (Siddarth Kaul)। আসন্ন বিগ ব্যাশের জন্য ড্রাফটে নাম তুলেছেন সিদ্ধার্থ। পঞ্জাবের বোলার সিদ্ধার্থ ভারতীয় সিনিয়র দলের হয়ে তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অতীতে আরসিবির, সানরাইজার্স হায়দরাবাদের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইপিএল। বিরাট কোহলির নেতৃত্বাধীন বিশ্বজয়ী অনূর্ধ্ব ১৯ দলেরও সদস্য ছিলেন এই ডান হাতি ফাস্ট বোলার। তবে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সুযোগ না পাওয়ার পর গত নভেম্বরে অবসর নেন সিদ্ধার্থ। এরপরেই ৩৬ বছর বয়সি ক্রিকেটার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য নাম নথিভুক্ত করান ডান হাতি ফাস্ট বোলার।
পাশাপাশি মঙ্গলবার, ক্রিকেট অস্ট্রিলিয়ার তরফে জানানো হয় ১৫ জন ভারতীয় মহিলা ক্রিকেটারও ডব্লুববিবিএলের জন্য নাম লিখিয়েছেন। বিগ ব্যাশের ড্রাফটে আরও একটি বড় চমক জেমস অ্যান্ডারসনের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ড কিংবদন্তি। আইপিএলের ড্রাফটেও নাম ছিল তাঁর। সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নেমে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। এবার বিগ ব্যাশ খেলায় আগ্রহী অ্যান্ডারসন নাম তুলেছেন ড্রাফটে। তাঁকে কোনও দল নিলে তিনিই ৪৩ বছর বয়সে লিগের প্রবীণতম ক্রিকেটার হবেন।
ভারতীয় মহিলাদের মধ্যে বিগ ব্যাশ খেলার জন্য যে ১৫ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেমাইমা রড্রিগেজ়, শিখা পাণ্ডে, রাধা যাদব, ইয়াস্তিকা ভাটিয়া। এছাড়া অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক নিকি প্রসাদ, এস মেঘানা, ঊমা ছেত্রী, কাশভী গৌতমরাও রয়েছেন এই তালিকায়। বৃহস্পতিবার বিগ ব্যাশের ড্রাফট আয়োজিত হবে।
প্রসঙ্গত, এবারের বিগ ব্যাশে খেলতে দেখা যাবে পাকিস্তানের প্রাক্তন বাবর আজমকেও। তিনি সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন। টুর্নামেন্ট শুরুর আগে প্রি-সাইনিং হিসাবে বাবরকে দলে নিয়েছেন সিক্সার্স। অর্থাৎ এবারের আসন্ন বিবিএলে স্টিভ স্মিথ ও বাবর আজমকে কিন্তু একই দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে।