অ্যাডিলেড: রাত পোহালেই গোলাপি বলের টেস্ট। অ্যাডিলেডে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। সেই অ্যাডিলেড, যেখানে চার বছর আগে ৩৬ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছিল ভারত।
তবে এবারের ছবিটা আলাদা। কারণ, এবার পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের চব্বিশ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। চোট পাওয়া জশ হ্যাজলউডের পরিবর্ত হিসাবে কাকে খেলানো হচ্ছে, সেই ধোঁয়াশাও কাটিয়ে দিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা
অ্যাডিলেড টেস্টের জন্য একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। হ্যাজলউডের পরিবর্ত হিসাবে প্রত্যাশা মতোই জায়গা দেওয়া হল স্কট বোল্যান্ডকে। সাইড স্ট্রেনের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। তাঁর পরিবর্তে বোল্যান্ডের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসারের দায়িত্ব। কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন বোল্যান্ড।
কামিন্স একাদশ ঘোষণা করে বলেছেন, 'স্কটির মতো কেউ সরাসরি একাদশে এলে খুবই আনন্দিত হবে।'
মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। সেই কারণে একাদশে রাখা হয়েছে মার্শকে। কামিন্স বলেছেন, 'গত দিন দুয়েক ধরে মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে তবে মিচকে দলে রাখা হয়েছে। মাঝের দুদিন ওর বোলিংও দেখে নেওয়া হয়েছে। ওকে তৈরি রাখা হবে প্রয়োজন পড়লে যাতে বোলিং করে সেই জন্য। আমার মনে হয় ম্যাচের কোনও না কোনও সময়ে ওকে বোলিং করানোর দরকার হবে।'
অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: উসমান খাওয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড