নয়াদিল্লি: দাবায় বিস্ময় বালিকা বোধানা শিভানন্দন (Bodhana Sivanandan)! মাত্র ১০ বছর বয়সেই রেকর্ড গড়ল এই ছোট্ট দাবাড়ু। লিভারপুলে আয়োজিত ২০২৫ সালের ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপে ৬০ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার পিটার ওয়েলসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ছোট্টা বোধানা। এই জয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে কোনও গ্র্যান্ডমাস্টারকে হারানোর নজির গড়ল কেউ। বোধানা টপকে গেল আমেরিকার কারিসা ইয়িপকে। 

ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তরফে সোশ্য়াল মিডিয়ায় জানানো হয়েছে, ''ব্রিটিশ বালিকা বোধানা শিভানন্দন ইতিহাস গড়েছে। ও বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে কোনও গ্র্যান্ডমাস্টারকে হারানোর নজির গড়েছে বোধানা।'' মাত্র ১০ বছর বয়সে নজির গড়েছে বোধানা। ১০ বছর, পাঁচ মাস, তিনদিন বয়সে রেকর্ড গড়েছে বোধানা। প্রথমবার ২০২৪ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে ইংল্যান্ড মহিলা দলে সুযোগ পেয়ে বোধানা আলোচনায় আসে। ইংল্য়ান্ডের জার্সিতে যে কোনও ক্রীড়াবিভাগে সবচেয়ে কম বয়সি প্লেয়ার এই বোধানা।

কিছুদিন আগেই মাত্র ১৯ বছর বয়স দাবায় ইতিহাস গড়েছে ভারতের দিব্যা দেশমুখFIDE Women’s World Cup 2025 টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে দিলেন স্বদেশীয় কোনেরু হাম্পিকেখাতায় কলমে হাম্পিই এগিয়ে ছিলেন ম্য়াচে। কিন্তু টাই ব্রেকে শেষ পর্যন্ত ম্য়াচ পকেটে পুরে নেন দিব্যা। খেলার ফল দিব্যার পক্ষে ১.৫-০.৫। প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। রবিবার দ্বিতীয় খেলাটিতে দুজনেই সমানে সমানে লড়াই করেন। দুটো ক্লাসিক্যাল গেম ড্র হয়। এরপর খেলা গড়িয়েছিল সোমবার। টাইব্রেকারেও ফের সাদা ঘুঁটি নিয়েই নিজের খেলা শুরু করেছিলেন দিব্যা। প্রথম র্যাপিড গেমটি ড্র হয়। তবে পরের গেমে কালো ঘুঁটি নিয়ে ম্য়াচে বাজিমাত করে দেন দিব্যা। ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন দিব্যা। অন্যদিকে দেশের মোট ৮৮তম গ্র্যান্ডমাস্টার য়েছিলেন তিনি।

এছাড়াও প্রথমবার মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন পেল ভারত। দিব্যাই সেই ইতিহাস গড়েনম্যাচের পর চোখে জল দেখা যায় দিব্যার। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন দীর্ঘক্ষণ। তিনি বলেন, ''টুর্নামেন্ট শুরুর আগে আমি শুধু ভাবছিলাম যে এখান থেকে আমি গ্র্যান্ডমাস্টার পর্বে খেলার জন্য হয়ত উন্নীত হতে পারব। কিন্তু টুর্নামেন্টের শেষে আমিই গ্র্যান্ডমাস্টার এখন। এর থেকে ভাল অনুভূতি আর কিছু হতে পারে না।''