সিডনি: শেষরক্ষাও হল না। জসপ্রীত বুমরা ছাড়া এই দলটা কতটা অসহায় তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। ১৬২ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়াকে সিডনি টেস্টে দিয়েছিল ভারতীয় দল। যা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে অনায়াসেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল অজি শিবির। ৩-১ ব্যবধানে বর্ডার গাওস্কর ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া। ১০ বছর পর এই ঐতিহাসিক ট্রফি এবার নিজেদের ঘরে ফের তুলল অজি শিবির। গোটা ম্য়াচে ১০ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন অজি পেসার স্কট বোল্যান্ড। গোটা সিরিজে ৩২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। 


মেলবোর্ন হারের পরই চাপ বেড়েছিল ভারতীয় শিবিরে। এই ম্য়াচ জিতে বর্ডার গাওস্কর ট্রফি রিটেইন করাই ছিল একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার সামনে। যার জন্য একাদশেও কিছু পরিবর্তন করা হয়েছিল। অফফর্মে থাকা রোহিত শর্মা নিজেই সরে দাঁড়িয়েছিলেন একাদশ থেকে। জসপ্রীত বুমরার নেতৃত্বে খেলতে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৫ রান বোর্ডে তুলেছিল ভারত। তবে ব্যাটিং লাইন আপে পন্থ ও জাডেজা ছাড়া কেউই সেভাবে রান পাননি। বিরাট প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৮১ রানে। এই ম্য়াচেই অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হওয়া ওয়েবস্টার ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 


৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু এবারও ফের ব্যর্থ হল ভারতীয় ব্যাটিং লাইন আপ। একমাত্র পন্থের ৩৩ বলে ঝোড়ো ৬১ রান বাদ দিলে কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। বিরাট কোহলির হয়ত এটাই শেষ ইনিংস ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট কেরিয়ারের। ১৫৭ রানেই শেষ হয়ে যায় ভাতের দ্বিতীয় ইনিংস। বোল্যান্ডের সামনে দুটো ইনিংসেই নাকানিচোবানি খেলেন ভারতীয় ব্যাটাররা। 


অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৬২। এই পরিস্থিতিতে বুমরার প্রয়োজন ছিল ভীষণভাবে। কিন্তু গতকাল হালকা চোট পাওয়ার পরই আর বল করতে নামেননি। এদিনও নামলেন না। চোট কতটা গুরুতর বোঝা যাচ্ছে না এখনই। তবে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। একাই তিন উইকেট নেন তিনি। ফিরিয়ে দেন কনসটাস, স্মিথ ও লাবুশেনকে। খাওয়াজাতে ফেরান সিরাজ। শেষ পর্যন্ত হেড-ওয়েবস্টার মিলে তরী পার করিয়ে দেন অস্ট্রেলিয়াকে।