সিডনি: মেলবোর্নের বক্সিং ডে টেস্টে তাঁর অভিষেক। আর সেই ম্যাচেই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার টিন এজার স্যাম কনস্টাস (Sam Konstas)। সিডনিতেও চলছে দুই ক্রিকেটারের মধ্যে চাপা উত্তেজনা। শুক্রবারও বুমরা বনাম কনস্টাস মাঠের সংঘাত থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল মাঠের আম্পায়ারকে।
তবে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার হিসাবে চিহ্নত হয়ে যাওয়া বুমরার সঙ্গে কনস্টাসের আচরণ দেখে বিরক্ত, ক্ষুব্ধ রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাফ জানিয়ে দিলেন, বেশি বকবক না করে ক্রিকেটে মন দেওয়া উচিত কনস্টাসের।
সিডনি টেস্টে খেলছেন না রোহিত। তিনি জানিয়েছেন, রান পাচ্ছিলেন না বলে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। তাঁর পরিবর্তে এই ম্যাচে খেলছেন শুভমন গিল। শনিবার, ম্যাচের দ্বিতীয় দিন খেলার ফাঁকে সম্প্রচারকারী চ্যানেলে ইরফান পাঠান ও যতীন সাপ্রুর সঙ্গে কথা বলেন রোহিত।
সেখানেই রোহিতকে বলতে শোনা যায়, 'আমাদের ছেলেরা যতক্ষণ শান্ত, ততক্ষণ খুব ভাল। তবে ওদের খোঁচালে আমরাও চুপ বসে থাকব না। ক্রিকেট খেলো, এইসব ফালতু জিনিস, এত কথা বলা মানায় না। আমাদের ছেলেরা ধ্রুপদী ঘরানার। আমরা আমাদের কাজে মনোনিবেশ করি। এবং লক্ষ্যপূরণের জন্য মাঠে নামি।'
মেলবোর্নের পর সিডনিতেও দেখা গিয়েছে বুমরা বনাম কনস্টাস। শুক্রবার ভারতের প্রথম ইনিংস ১৮৫ রানে শেষ হওয়ার পর দিনের শেষ লগ্নে তখন ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। তাদের দুই ওপেনার কনস্টাস ও উসমান খাওয়াজা। কনস্টাস কেরিয়ারের দ্বিতীয় টেস্টে নেমেছেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর অভিষেক হয়েছিল। সেই টেস্টের প্রথম ইনিংসে বুমরাকে আগ্রাসীভাবে খেলেছিলেন কনস্টাস। এক ওভারে জোড়া ছক্কা মেরে স্পর্শ করেছিলেন জো রুটের রেকর্ড। সেই ইনিংসের পর কনস্টাস বলেছিলেন, বুমরাকে আক্রমণ করাই ছিল তাঁর লক্ষ্য। সঙ্গে হুঁশিয়ারি দেন, যেখানেই পারবেন, বুমরাকে ওড়াবেন।
যদিও মেলবোর্নে দ্বিতীয় ইনিংসেই মোক্ষম জবাব দেন বুমরা। ফিরিয়ে দেন কনস্টাসকে। সব মিলিয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বুমরা। চলতি সিরিজে শনিবার পর্যন্ত যিনি ৩২ উইকেট নিয়েছেন।
বুমরা বল করার সময় বাড়তি সময় নিচ্ছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। যা দেখে বিরক্তি প্রকাশ করেন বুমরা। কনস্টাস তখন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। তিনি বুমরাকে উদ্দেশ্য করে কিছু বলেন। তখনই পাল্টা তেড়ে যান বুমরা। বলেন, 'তোমার সমস্যাটা কী?' মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটারকে নিরস্ত করেন। পরের বলেই খাওয়াজাকে ফিরিয়ে যেন জবাব দেন বুমরা।
গোটা ঘটনায় ভারতীয় শিবির যে ক্ষুব্ধ, তা পরিষ্কার করে দিয়েছেন রোহিতও।
আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?