মেলবোর্ন: সিডনি টেস্টে দুই দিন খেলার পর জমে গিয়েছে লড়াই। বর্ডার-গাওস্কর ট্রফির ভাগ্য নির্ণায়ক ম্যাচ একেবারে মাঝামাঝি দাঁড়িয়ে। দুই দলেরই কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি দুই দলের তারকাদের বাগযুদ্ধও শিরোনাম কেড়ে নিয়েছে। বিশেষত তরুণ স্যাম কনস্টাসের (Sam Konstas) সঙ্গে ভারতীয় দলের লড়াই নজর কেড়েছে। টিনএজ তারকাকে উত্যক্ত করার জন্য এবার সরাসরি ভারতীয় দলের দিকেই আঙুল তুললেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew Mcdonald)।
সিডনিতে প্রথম দিনের শেষবেলায় বুমরা ও কনস্টাস একে অপরের দিকে তেড়ে যান। দুইজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। বুমরা বল করার সময় বাড়তি সময় নিচ্ছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। যা দেখে বিরক্তি প্রকাশ করেন বুমরা। কনস্টাস তখন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। তিনি বুমরাকে উদ্দেশ্য করে কিছু বলেন। তখনই পাল্টা তেড়ে যান বুমরা। বলেন, 'তোমার সমস্যাটা কী?' মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটারকে নিরস্ত করেন। পরের বলেই খাওয়াজাকে ফিরিয়ে যেন জবাব দেন বুমরা।
এই ঘটনার পর কনস্টাসের সঙ্গে কথা বলেন জানান ম্যাকডোনাল্ড। তিনি বলেন, 'আমি ও ঠিক আছে সেই নিয়ে ওর সঙ্গে কথা বলি। যেভাবে ভারতীয় দল উদযাপন করে সেটা নিঃসন্দেহে যে কাউকে বিব্রত করবে।' এরপরেই ম্যাকডোনাল্ডকে জিজ্ঞেস করা হয়, তাঁর মতে কি ভারতীয় দল গোটা বিষয়টা নিয়ে বেশিই বারাবারি করে ফেলেছে? জবাবে তিনি বলেন, 'এটা আইনের মধ্যেই রয়েছে নিঃসন্দেহে কারণ এর জন্য কেউ তো কোনও শাস্তি পায়নি। এই বিষয়টা আমি আইসিসি এবং অ্যান্ডি পাইক্রফ্টের (ম্যাচ রেফারি) এবং আম্পায়ারদের ওপর ছেড়ে দেব। ওরা যদি এতে সন্তুষ্ট থাকে, তাহলে এতটা অবধি করাই যায়।'
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার কনস্টাসের আচরণে বিরক্ত। রোহিতকে বলতে শোনা যায়, 'আমাদের ছেলেরা যতক্ষণ শান্ত, ততক্ষণ খুব ভাল। তবে ওদের খোঁচালে আমরাও চুপ বসে থাকব না। ক্রিকেট খেলো, এইসব ফালতু জিনিস, এত কথা বলা মানায় না। আমাদের ছেলেরা ধ্রুপদী ঘরানার। আমরা আমাদের কাজে মনোনিবেশ করি এবং লক্ষ্যপূরণের জন্য মাঠে নামি।'
আরও পড়ুন: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন বিদ্বেষমূলক মন্তব্যের শিকার ভারতীয় দলের সমর্থকরা!