নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত (Rohit Sharma) বাহিনী। ২২৩ রানের লিড নিয়েছিল ভারত প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্য়াট করতে নেমে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় কামিন্স বাহিনী। ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।


প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্য়াট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু অশ্বিন, জাডেজা, শামিদের বোলিং দাপটে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। স্মিথ ২৫ রান করেন। তিনিই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন। এছাড়া কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্য়াটাররা। একাই ৫ উইকেট তুলে নেন তামিল অফস্পিনার। ২টো করে উইকেট নেন শামি ও জাডেজা। লাবুশেন ১৭ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। 


অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট করে দেওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৪০০ রান বোর্ডে তুলে নিল। প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিল রোহিত বাহিনী। রবীন্দ্র জাডেজার পর অর্ধশতরানের ইনিংস খেললেন অক্ষর পটেলও। ৮৪ রানের ইনিংস খেলেন তরুণ এই অলরাউন্ডার। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহম্মদ শামি। তিনি ৩৭ রানের ইনিংস খেলেন।


অস্বস্তির মেঘ কেটে গেল একটি পার্টনারশিপে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৮১ রান যোগ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Akshar Patel)। ১৭০ বলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। অক্ষর ১০২ বলে ৫২ রান করে ক্রিজে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩২১/৭। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪৪ রানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের রাশ আপাতত ভারতেরই দখলে।                                                  


ঝকঝকে হাফসেঞ্চুরি করার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অক্ষর পটেল বলেছেন, 'গত এক বছর ধরেই ব্যাট হাতে ভাল পারফর্ম করছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগল। আমি বরাবরই জানতাম আমার টেকনিক ভাল। যখনই সুযোগ পাই, আমার টেকনিক নিয়ে পরিশ্রম করি। কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটাই। সকলেই আমাকে বলেন যে, আমার মধ্যে দক্ষতা রয়েছে। যে কারণে আমি অবদান রাখতে চেয়েছিলাম। এই পিচে ব্যাট করতে নামলে সমস্যা হতে পারে। কিন্তু ক্রিজে খানিকটা সময় কাটানোর পর পরিস্থিতি সহজ হয়ে যায়।'