India vs Australia Live: সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রাহুল, ফলো অন বাঁচাতে লড়াই ভারতের, ম্যাচের লাইভ আপডেট
Border Gavaskar Trophy 2024-25: দিনের শেষে ক্রিজে কে এল রাহুল (৩৩ ব্যাটিং) ও রোহিত শর্মা (০ ব্যাটিং)। ভারতীয় শিবির হয়তো আরও বৃষ্টির প্রার্থনা করছে।
বৃষ্টিতে এখনও বন্ধ খেলা। ফলো অন বাঁচাতে আরও ৬৬ রান তুলতে হবে ভারতকে।
লাঞ্চের পর মাত্র ২.৫ ওভার খেলা হওয়ার পর ফের নামল বৃষ্টি। ৫১.৫ ওভারে ভারতের স্কোর ১৮০/৬। রবীন্দ্র জাডেজার হাফসেঞ্চুরি।
লাঞ্চ ব্রেকে ফের বৃষ্টি। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
চতুর্থ দিন লাঞ্চ ব্রেকে ভারতের স্কোর ১৬৭/৬। ক্রিজে নীতীশ রেড্ডি ও রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৭৮ রানে পিছিয়ে ভারত।
প্রথম সেশনে ৩২ ওভারে ১১৬ রান তুলল ভারত। ২ উইকেট হারিয়ে। ভারতের স্কোর ১৬৭/৬। ক্রিজে নীতীশ রেড্ডি ও রবীন্দ্র জাডেজা।
নাথান লায়নের বলে ৮৪ রান করে ফিরলেন কে এল রাহুল। প্রথম স্লিপে দুরন্ত ক্যাচ স্টিভ স্মিথের। ফলো অন বাঁচাতে লড়াই ভারতের।
৭৭ রানে অপরাজিত রাহুল। ১৮ রানে ব্যাট করছেন জাডেজা। ভারতের স্কোর ১২৬/৫।
৫ উইকেট হারিয়ে ১০০ পূর্ণ করল ভারত। ক্রিজে রাহুল ও জাডেজা।
১০ রানে আউট রোহিত। হাফসেঞ্চুরি করলেন রাহুল। ভারতের স্কোর ৮৪/৫।
১০ রানে আউট রোহিত। হাফসেঞ্চুরি করলেন রাহুল। ভারতের স্কোর ৮৪/৫।
প্রেক্ষাপট
ব্রিসবেন: অ্যাডিলেডে বৃষ্টি হলেও ভারত কার্যত আড়াই দিনে টেস্ট ম্যাচ হেরেছিল। ব্রিসবেনে কি বৃষ্টিই আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়ার (India vs Australia) কাছে?
প্রথম দিন কার্যত পুরোটাই ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। গাব্বায় দ্বিতীয় দিন মোটামুটিভাবে খেলা হয়েছিল। আর তাতেই জোড়া সেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। তৃতীয় দিন ফের কাঁটা বৃষ্টি। সোমবার, ম্যাচের তৃতীয় দিন খেলা হল মাত্র ৩৩.১ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১ রান। ১৭ ওভারেই ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। এখনও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৩৯৪ রানে পিছিয়ে ভারত। বাকি দুদিনও যদি পুরো খেলা হয়, ভারতের পরাজয়ের আশঙ্কা রয়েছে।
ভারতের হয়ে বল হাতে লড়াই করলেন একমাত্র যশপ্রীত বুমরা। রবিবারই যাঁর সাফল্যের ঝুলিতে ৫ উইকেট জমা পড়েছিল। সোমবার নিলেন আরও এক উইকেট। সব মিলিয়ে ৭৬ রানে ৬ উইকেট ডানহাতি ফাস্টবোলারের। ভারতের বাকি বোলাররা নজর কাড়তে ব্যর্থ। প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলে শেষ করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত ব্যাট করতে নামার পর থেকে বারবার বৃষ্টি বিঘ্ন ঘটায়। বারবার থামিয়ে দিতে হয় ম্যাচ। আর তার ফাঁকেই চার উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া।
যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করেছিলেন। তাঁর মিচেল স্টার্ককে করা স্লেজিংও ভাইরাল হয়েছিল। স্টার্ককে যশস্বী বলেছিলেন, বল ভীষণ মন্থর গতিতে আসছে। তারপর থেকে যশস্বীকে দেখলেই যেন আরও তেড়েফুঁড়ে বোলিং করছেন স্টার্ক। অ্যাডিলেডে প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন যশস্বীকে। ব্রিসবেনেও প্রথম ইনিংসে স্টার্কেরই শিকার যশস্বী। মাত্র ৪ রান করে ফিরলেন।
রান পাননি শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থও। ফের বাইরে বেরনো বলে কানা ছুঁইয়ে আউট কোহলি। মাত্র ৩ রান করে। পন্থ তাঁর গাব্বার নায়কোচিত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না। ফিরলেন ৯ করে।
দিনের শেষে ক্রিজে কে এল রাহুল (৩৩ ব্যাটিং) ও রোহিত শর্মা (০ ব্যাটিং)। ভারতীয় শিবির হয়তো আরও বৃষ্টির প্রার্থনা করছে।
আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -