India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
India vs Australia 4th Test Live: এমনই এক বক্সিং ডে টেস্টে এক দশক আগে অভিষেক ঘটিয়েছিলেন কেএল রাহুল। অতীতে বিদেশের মাটিতে বক্সিং ডে টেস্টে একাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর দখলে। তাঁর দিকে নজর থাকবে।
এক ঘটনাবহুল দিনের খেলা শেষ হল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬।
স্মিথ, ক্যারির পার্টনারশিপ ভাঙলেন আকাশ দীপ। অজ়ি কিপার-ব্যাটারকে ৩১ রানে সাজঘরে ফেরালেন বাংলার ফাস্ট বোলার। ক্যারিকে কিন্তু দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তবে বর্তমানে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৮৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩০৮/৬।
সেই যশপ্রীত বুমরাই আরও এক ধাক্কা দিল অস্ট্রেলিয়াকে। এবার তাঁর শিকার মিচেল মার্শ। ২৪৬ রানে পঞ্চম উইকেট হারাল অজ়িরা।
গোট সিরিজ়েই বারংবার ট্র্যাভিস হেড কাঁটায় বিদ্ধ হয়েছে ভারত। তবে সেই হেডকে খাতাই খুলতে দিলেন না বুমরা। ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন তিনি।
সেশন শুরুতে ফের একবার বেড়েছে অস্ট্রেলিয়ার রানের গতি। সাত ওভারে ইতিমধ্যেই ৪৫ রান যোগ করে ফেলেছে লাবুশেন ও স্টিভ স্মিথ। অর্ধশতরানের গণ্ডি পার করেছেন লাবুশেন, হাফসেঞ্চুরির পথে অগ্রসর স্মিথ।
বক্সিং ডে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেও অস্ট্রেলিয়াই এগিয়ে রইল। টিম ইন্ডিয়া রানের গতি চাপতে সক্ষম হলেও, উইকেট পড়ল মাত্র এক। যশপ্রীত বুমরার বলে সাজঘরে ফেরেন উসমান খাওয়াজা। সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৬/২।
এই নিয়ে চলতি সিরিজ়ে পঞ্চমবার। বুমরার বলে আউট হলেন উসমান খাওয়াজা। ভাল এক ইনিংসের পর ৫৭ রানে তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন বুমরা।
গোটা সিরিজ় জুড়েই রান পাননি, তেমন। তবে মেলবোর্নের ব্যাটিং সহায়ক পিচে রান পেলেন খাওয়াজা। হাঁকালেন সুন্দর হাফসেঞ্চুরি।
এক ঘটনাবহুল প্রথম সেশন শেষ হল। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১১২/১। খাওয়াজা ৩৮ ও লাবুশেন ১২ রানে অপরাজিত রয়েছেন।
এক উইকেট হারিয়েই শতরানের গণ্ডি পার করে ফেলল অস্ট্রেলিয়া। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৩/১।
অবশেষে প্রথম সাফল্য পেল ভারতীয় দল। রবীন্দ্র জাডেজার বলে ৬০ রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরলেন কনস্টাস। ৮৯ রানে ভাঙল ওপেনিং পার্টনারশিপ।
ম্যাকস্যুইনি পারেননি, তবে কনস্টাস পারলেন। নিজের প্রথম টেস্ট ইনিংসেই অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন টিনএজ তারকা। মাত্র ৫২ বলে এল তাঁর হাফসেঞ্চুরি। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৭৭ রান।
প্রথমে টস জিতে বক্সিং ডে টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান দল। ভারতীয় একাদশে এই ম্যাচের জন্য এক বদল ঘটানো হয়েছে। শুভমন গিলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে।
চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। এখন টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন বুমরা। ঝুলিতে রয়েছে ৯০৪ রেটিং পয়েন্ট। ৯০০-র ওপরে রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারদের মধ্য়ে বুমরা দ্বিতীয়। তার আগেই এই নজির গড়েছিলেন অশ্বিন। ৯০৪ রেটিং পয়েন্ট ছিল অশ্বিনের ঝুলিতে। ২০১৬ ইংল্যান্ড সফরের সময় নিজের সেরা রেটিং ৯০৪ পয়েন্ট ছুঁয়েছিলেন অশ্বিন। তখন তিনিই বিশ্বের এক নম্বর বোলার ছিলেন টেস্টে। তেমনই বুমরাও এই মুহূর্তে ৯০৪ রেটিং পয়েন্টের মালিক।
প্রেক্ষাপট
মেলবোর্ন: বড়দিনের ছুটি কাটিয়েই ২২ গজের লড়াইয়ে নেমে পড়তে হবে রোহিত-কামিন্সদের। ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির ফল এই মুহূর্তে ১-১। পারথে সিরিজের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। বুমরার নেতৃত্বে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে জয় ছিনিয়ে নেয় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি এতবার তাল কেটেছে খেলায়, যে ম্য়াচ অমিমাংসীত ভাবে শেষ হয়। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট (India vs Australia 4th Test)।
সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।
কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।
তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত।
মেলবোর্ন টেস্টের ম্যাচের পাঁচদিনই আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। যদিও প্রথম তিনদিন হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি যদিও হয় তবুও হলে খুব বেশিক্ষণ তা স্থায়ী থাকবে না। শেষ দুদিনে আকাশ পুরো পরিষ্কারই থাকার কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -