মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচের দু'টিতেই হেরেছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দুই টেস্টের কোনোটিই তিনদিনও গড়ায়নি। তবে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের স্বপক্ষে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দাবি অজি দল দ্বিতীয় টেস্টের এক ঘণ্টা বাদে সিংহভাগ সময়টা ভালই খেলেছে। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে জয় এমনই কষ্টসাধ্য, তার ওপর গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হওয়ার ফলেই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট হারতে হয়েছে মনে করছেন ম্যাক্সওয়েল।


অজিদের লড়াই


ম্যাক্সওয়েল বলেন, 'ওরা দারুণ লড়াই করেছে। ওই একটা সেশন বাদে অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্টে) দারুণ পারফর্ম করেছে। ওখানে (ভারতে) খেলাটা আমাদের জন্য ভীষণই কঠিন। আমার মনে হয় ছোটখাট কিছু মুহূর্ত ছাড়া আমরা ভারতের বিরুদ্ধে গোটা ম্যাচেই লড়াইয়ে ছিলাম। মনে হয় আরেকটু ধৈর্য্য ধরে খেলতে পারলেই আমরা সাফল্যও পাব।'


ম্যাক্সওয়েল মনে করছেন আসন্ন ম্যাচগুলিতে অস্ট্রেলিয়া কিন্তু ভারতীয় দলকে বেশ চাপে ফেলতে পারে এবং ভাল লড়াইও করবে। 'আমি নিশ্চিত যে ম্যানেজমেন্ট তরফে দলের খেলোয়াড়দের আরেকটু লড়াই করে গুরুত্বপূর্ণ সময়গুলিকে জিতে নেওয়ার পরামর্শই দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনও ম্যাচের কোনও মুহূর্তে এগিয়ে থাকাটাই বিরাট ব্যাপার এবং আমার মনে হয় তৃতীয় দিনে আমরাই ম্যাচে এগিয়ে ছিলাম। এটাই প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমি নিশ্চিত দল পরের ম্যাচে দারুণ লড়াই করবে।' দাবি অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডারের।


প্রসঙ্গত, চোটের কারণে ম্যাক্সওয়েল বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশ নিতে পারেননি বটে। তবে টেস্ট সিরিজ শেষে আয়োজিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অজি দলে ফিরতে চলেছেন ম্যাক্সওয়েল। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দলও ঘোষণা করে দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই।



অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল


ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আগামী মাস থেকে শুরু ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগেই সাদা বলের ফর্ম্যাটে দেশের সেরা তিন ক্রিকেটারকে ফিরিয়ে আনল অজি শিবির। ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জাই রিচার্ডসন। ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। এরপর শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় আঙুলেও চোট পান অজি অলরাউন্ডার। তবে তাঁকে ওয়ান ডে সিরিজে পাওয়ার বিষয়ে আশাবাদী অজি শিবির। 


মিচেল মার্শের গোড়ালিতে চোট ছিল ও রিচার্ডসনের হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। তবে ২ জনেই আপাতত সুস্থ। তাই তারাও দলের সঙ্গে যোগ দিচ্ছেন। প্যাট কামিন্সের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তারকা ব্য়াটারদের মধ্যে স্টিভ স্মিথ, ওয়ার্নার ও লাবুশেনকেও দেখা যাবে সিরিজ। 


আরও পড়়ুন: রান না পেয়ে প্রবল সমালোচনার মুখে রাহুল, পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর