অ্যাডিলেড: দিন রাতের টেস্টে ভারতকে হারানোর পরই এবার দলের সতীর্থর জন্য গলা ফাটালেন প্যাট কামিন্স। অ্যাডিলেডে মহম্মদ সিরাজের সঙ্গে ট্রাভিস হেডের ঝামেলা বারবার শিরোনামে উঠে এসেছে। রবিবার ম্যাচ শেষের পর যদিও দুজনেই দুজনের সঙ্গে হাত মিলিয়েছেন। আর মাঠের ঘটনা মাঠেই ফেলে আসতে চেয়েছেন। তবে এবার সাংবাদিক বৈঠকে প্যাট কামিন্সের কাছেও এই ইস্যুতে প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিকরা। 


ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেন, ''সত্যি কথা বলতে ভারতীয় দল যা খুশি করুক, আমার দেখার দরকার নেই। আমি নিজের দলের ছেলেদের নিয়ে ভাবি সবসময়। আমার মনে হয়েছে গোটা সপ্তাহ জুড়ে ছেলেরা দারুণ পারফর্ম করেছে। দারুণ মুহূর্ত আমাদের জন্য। ট্রাভিস এই দলের সহ অধিনায়ক। তাই ও নিজের জন্য কথা বলতেই পারে। নিজের হয়ে গলা ফাটাতেই পারে।'' রোহিত শর্মাকে এর আগে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ''এত হাইভোল্টেজ ম্য়াচে এমন ধরণের কিছু ঘটনা ঘটবেই। তবে অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব দেখতে হবে আমাদের যেন কোনও কিছুর সীমা অতিক্রম না হয়। ঘটনার সময় আমি স্লিপে দাঁড়িয়েছিলাম। কিছু একটা কথোপকথন হয়েছিল ২ জনের মধ্যে। কিন্তু আমি পুরোটা সেভাবে জানি না। তবে আমার কাজ ওই একটা দুটো ঘটনা নিয়ে না ভেবে ম্য়াচে দল কীভাবে ভাল খেলবে, তা নিয়ে ভাবা।''


উল্লেখ্য, রবিবার ম্য়াচের পর কোলাকুলি করলেও তার আগে বোমা ফাটিয়েছিলেন সিরাজ। হেড নাকি সাংবাদিক বৈঠকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মিথ্যে কথা বলেছেন বলে জানান ভারতীয় পেসার। উল্লেখ্য, অজি ব্যাটার সাংবাদিক বৈঠক জানিয়েছিলেন যে তিনি আউট হওয়ার পর শুধু সিরাজকে 'ওয়েল বোল' বলেছিলেন। যদিও তা মানতে চাননি সিরাজ। তিনি হরভজন সিংহের কথা আলাপচারিতায় বলেন, ''দু দেশের মধ্যে এই লড়াই খেলায় উত্তেজনা তৈরি করে। এটা দারুণ একটা ডুয়েল। হেড দারুণ ব্যাটিং করেছে। ভাল বলেও ছক্কা হাঁকিয়েছে ও। যা প্রশংসনীয়। আমি ওকে আউট করার পর শুধুমাত্র সেলিব্রেশন করছিলাম। কিন্তু সেই সময় ও আমাকে অপমান করেছে। শুরুতে আমি শুধুই সেলিব্রেট করছিলাম। কিন্তু  হেড আমাকে অপমান করার পর আমিও মুখ খুলি। টিভিতে পুরোটাই দেখা যাবে। কিন্তু সাংবাদিক বৈঠকে গিয়ে হেড মিথ্যে কথা বলছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।